আরজি করের নির্যাতিতার মৃত্যুর ৮০ দিন পেরিয়ে গিয়েছে। প্রায় ৩ মাস হতে চলল সেই ভয়াবহ ঘটনার। এখনও বিচার অধরা। এর মধ্যেই ভুল ভুলাইয়া ৩ ছবিটির প্রচারে এসে এই বিষয়ে মুখ খুললেন বিদ্যা বালা💫ন। তাঁর মন্তব্যকে কি সমর্থন করলেন বাংলার বিদ্বজনেরা?
আরজি কর কাণ্ড নিয়ে এদিন কী বলেন বিদ্যা বালান?
সোমবার, ২৮ অক্টোবর কলকাতায় ভুল ভুলাইয়া ৩ ছবিটির প্রচারে এসেছিলেন বিদ্যা🍨 বালান এবং কার্তিক আরিয়ান। আর সেদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্য বিষয়ের সঙ্গে আরজি কর ক❀াণ্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, এই ঘটনায় তিনি প্রচণ্ড ভাবে ধাক্কা পেয়েছেন। তাঁর কথায়, 'মায়ের শহরে কীভাবে এই ঘটনা ঘটে গেল বুঝতে পারলাম না। আমার কেরিয়ারের শুরু থেকেই এই শহর আমার সঙ্গে জড়িয়ে আছে। কলকাতা তো প্রতিবাদের শহর। সেখানে এভাবে...।' বিদ্যার এই কথাকে সমর্থন করেছেন একাধিক টলিউড ব্যক্তিত্ব। কেউ কেউ আবার মন্তব্যও করতে চাননি।
বিদ্যার কথাকে সমর্থন করলেন টলিউডের ব্যক্তিত্বরা নাকি কটাক্ষ করলেন?
বিদ্যা বালানের কথাকে সমর্থন করে এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিপিএম নেতা তথা অভিনেতা দেবদূত ঘোষ বলেন, ' ছোট থেকেই দেখে আসছি, আমার বাড়িটা মায়েরাই চালাতেন। তখন কি দুষ্কৃতি ছিল না? ছিল। কিন্তু সমাজটা এমন ছিল যে তাঁরা এক কোণে লুকিয়ে থাকত। এটা দেখেই বড় হয়েছি। মায়েদের কথাই চলতো। বিদ্যা এখানে💖 থাকেন না তাও তিনি এই কথা বলেছেন। আর এটার যথাযথ মানেও রয়েছে, এটা মায়ের শহর। ওঁর কথা কথার গভীর অর্থ আছে।'
প্রায় একই কথা বলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি এদিন জানান তাঁর মনে হচ্ছে তা💞ঁর রাজ্য ধীরে ধীরে সম্মান হারাচ্ছে। তিনি বাইরে কাজ করতে গেলে শহরের প্রসঙ্গে যখন কেউ জিজ্ঞেস করেন 'কীꦆ চলছে?' তখন উত্তর দিতেও লজ্জাবোধ হয় বলে জানান অভিনেতা।
আরও পড়ুন: দেবাদৃতার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রাহুল? কীসের ইঙ্গিত দিয়ে লিখলেন, 'দিন𝔍 গোনা শুরু...'?
তবে এই বিষয়ে এখনই কথা বলতে চান না কাঞ্চন মল্লিক। তাঁর মত𒁃ে বিচার্য বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। তবে তিন🌄িও সবার মতোই বিচার চান। প্রসঙ্গত কাঞ্চন মল্লিকও রয়েছেন ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিটিতে।