বিক্রান্ত ম্যাসি 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির মুক্তির জন্য🌠 প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সে রকমই এক প্রচার মূলক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রখর প্রবচন পডকাস্টের একটি পর্বে দেখা গিয়েছে। সেখানে তিনি এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন সেই সম্পর্কে নানা কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে বলতেই অভিনেতা তাঁর স্কুল জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেন। অভিনেতা জানান, স্কুলে একদিন তিনি একটি ছেলেকে ঘুষি মেরে ছিলেন, তাতে প্রায় ছেলেটি মারা যাওয়ার উপক্রম হয়েছিল।
ছবিতে তার চরিত্র রিশু সম্পর্কে কথা বলতে গিয়ে, বিক্রান্ত জানান যে গল্পে দেখানো হবে সে স্বেচ্ছায় নয় বরং পরিস্থিতির চাপে রিশু হিংসার পথ বেছে নিয়েছে। এই বিষয়ে কথা বলার সময়, তিনি তাঁর ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, 'আমার নিজের জীবনেও এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ক্যারাটে, তাইকোণ্ডু করেছিলাম। একদিন স্কুলে একটি ছেলেকে আমি রেগে গিয়ে ঘুসি মেরেছিলꦬাম। ছেলেটার ম্যডিক্যাল ব্যাকগ্রাউণ্ড সমন্ধে কিছুই জানতাম না। ওঁর যে মৃগী আছে, তাও জানা ছিল না আমার। ওঁকে মারার পরই দেখি সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে। ওঁর দাদা আসে আমাকে মারে। আর এই পুরো ঘটনাটা♈ ঘটেছিল মাত্র কয়েক সেকেণ্ডে। তখন আমি আমার শরীরে যন্ত্রণা কী অনুভব করব, তখন তো আমি ভয়েই পাগল হয়ে যাচ্ছি আর ভাবছি ছেলেটি মারা না যায়।'
আরও পড়ুন: হই✱চই 🐽ফেলে দিয়েছেন অপর্ণা-অঞ্জন জুটি! নেপথ্যে রয়েছেন পরমব্রত! কীভাবে?
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, '🎐এরপর আমি ক্যারাটে ছেড়েদি, শুধু তাই নয় ওই ধরনের সব কিছু করা ছেড়ে দিয়েছিলাম। সেই সময় আমার মনে হয়েছিল, আমি কাউকে হত্যাও করতে পারি। আর এই মারপিটে ভালো হয় না। কারণ এর পর সেই তো আমাকেও মার খেয়েই বাড়ি ফিরতে হয়েছিল। সেই ঘটনার প্রভাব আমার ওপর এমন ভাবে পড়েছিল যে, আমি তারপর থেকে কখনও কারুর গায়ে হাত তোলার সাহস পাইনি, সত্যি বলতে মনেও হয়নি তেমনটা করার কথা।'
আরও পড়ুন: ‘আয়না দেখে মনে 🐈হচ্ছিল, একটা অ🦹ন্য মনামীকে দেখছি’, জানালেন পদাতিকের গীতা সেন
বিক্রান্তের 'ফির আয়ি হাসিন দিলরুবা'-এর গল্প লিখেছেন কণিকা ধিলোন এবং পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই। ছবিরতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু। এছাড়াও সানি কৌশলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ছবিটি চলতি বছরের ৯ অগস্ট নেটফিক্সে 💫মুক্তি পাবে।