এবারের পুজো হ𓆏চ্ছে ঠিকই। কিন্তু কোথাও যেন বেতালে, লয়হীন ভাবে চলছে সব কিছু। পুজো হলেও উদযাপনে মন নেই কারও যেন। আর সেই সময়ই ঘটল এক অদ্ভুত ঘটনা। ১১ অক্টোবর ছিল অষ্টমী নবমীর পুজো। সাধারণত এই দিনে যাঁরা দেবীর কাছে অঞ্জলি দেন তাঁরা তাঁদের সন্তান বা পরিবার বা প্রিয়জনের নামেই পুজো দেন। আর সেখানে এদিন ঘটে গেল এক অনন্য ঘটনা। অনশনরত ডাক্তারদের নামে পুজো দিলেন সাধারণ মানুষ। ভাইরাল হল সেই ছবিও।
কী ঘটেছে?
এদিন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্🅷ছে একটা থালার উপর মিষ্টির প্যাকেট রাখা। সঙ্গে একটি চিরকুটে অনশনকারীদের নাম। অর্থাৎ অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, সায়ন্তনী ঘোষ হাজরা, পুলস্ত্য আচার্যের নামে পুজো দেওয়া হয়েছে।
এই ছবি ভাইরাল হতেই এক ব্যক্তি লেখেন, 'মা বাবারা অষ্টমীর পুজো দিচ্ছেন তাঁদের সন্তানদের জন্য। কী ভালোবাসা, কী আবেগ। ছেলে মেয়েগুলো দেখি হৃদয় জিতে নিয়েছে জনতার।' তবে অনেকে আবার কটাক্ষও করেছেন। একজন লেখেন, 'একজন কোমায় চলে যাবে পেশেন্ট ১২/১৩ ঘন্টার মধ্যে কিভাবে এতটা সুস্থ হয়ে ছবি তুলল বুঝতে পারলাম না।' আরেকজন লেজেন, 'অশৌচ চলছিল না? আর গোত্র ছাড়া পুজো হয় না।' তৃতীয় ব্যক্তি লেখেন, '।' চতুর্♔থ জন লেখেন, 'ভগবানের কাছে আমিও প্রার্থনা করি, ওদের হৃদয়ে এবং উদ্দেশ্য সফল হয়।'
আরও পড়ুন: 'ভিকি বিদ্যা'কে ছাপিয়ে বক্স অফিসে দাপট দেখাতে পারল ꩲ‘জিগরা’? প্রথমদিন কত লক্ষ্মীলাভ হল আলিয়ার ছবির?
প্রসঙ্গ𒉰ত এদিন অনিকেত মাহাতো অনশনরত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর জায়গায় আরও দুইজন চিকিৎসক অনশন শুরু করলেন, পরিচয় পান্ডা এবং আলোলিকা ঘড়ুই। অষ্টমী নবমীর রাতে বিপুল জনসমাগম হয়েছিল ধর্মতলায়। উঠেছিল জাস্টিস স্লোগান। বহু মানুষ ঠাকুর দেখা ফেলে অনশনকার🧸ীদের পাশে থাকতে এসেছিলেন এদিন।