বিশ্বকাপের মরশুমে দিওয়ালি। খেলার ফাঁকেই আলো আর রঙের উৎসবে মজল নেট-টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। শনিবা꧅র বেঙ্গালুরুতে হোটেলে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।
প্রত্যেকেই সেজেছিলেন সাবেকি পোশাকে। রঙিন পোশাকে জমকালো দেখাচ্ছিল সকলকে। সেই পার্টির একাধিক ছবি-ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়🃏। তবে বিশেষ করে নজর কেড়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সঙ্গে দিয়েছিলেন স্ত্রী রিতিকা সাজদেহ এবং অনুষ্কা শর্মার। পার্টিতে সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীশা শেট্টিকেও দেখা গিয়েছে। যদিও রাত পার্টি খুব ছোটর মধ্যেই সম্পন্ন করা হয়। কারণ, রবিবার আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর শেষ লিগ ম্যাচ খেলতে হবে তাঁদের। আরও পড়ুন: আলগা হচ্ছে গোপনীয়🐭তা! দিওয়ালি পার্টিতে কাছাকাছি আদিত্য-অনন্যা, ভিকির আড়ালে ক্যাটরিন𒁏া
কদিন আগেই অনুষ্কার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে বেঘঙ্গালুরুর হোটেলে বিরাটের পাশেপাশে হেঁটে যাচ্ছিলেন তিনি। পরেছিলেন একটি কালো শর্ট ড্রেস। আর সেই পোশাক থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছিল বেবিবাম্প। যা অভিনেত🍒্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে নতুন করে ধুয়ো দেয়।
দিওয়ালি পার্টিতে বেগুনি রঙের চুরিদার-কুর্তার সেট সেট পরেছিলেন অনুষ্কা শর্মা। আর পাশে সবুজ পঞ্জাবি পরে দেখা যায় বিরাট কোহলিকে। ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে নিমেষে। মন্তব্য করেছেন তাতে নেট-নাগরিকরা। একজন লেখেন, ‘অনুষ্কা গ্লো করছে। প্রেগন্যান্সি গ্লো।’ আরেকজন লেখেন, ‘বেস্ট কাপল’। আরও পড়ুন: ‘পাঠান’ শাহরুখ না ‘কবীর’ হৃতিক, 🐻কার কেমিও টাইগার ৩-এ? সিনেমার দৃশ্য ফাঁ🍬স অনলাইনে
২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। করোনা লকডাউনের সময় ২০২০ সালে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা কর📖েছিলেন। তাঁদের মেয়ের নাম ভামিকা, জন্ম হয় ২০২১ সালের জানুয়ারিতে।
ভারত ১২ নভেম্বর এম চিন্নাস্বামী🎃 স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে সেমিফাইনালের ম্যাচ। মেন ইন ব্লুদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারত একমাত্র দল যারা এখনও পর্যন্ত একটা খেলাও হারেনি। পরপর ৮টি ওডিআই জিতেছে টিম ইন্ডিয়া। গোটা দেশ আশায় বুক বেঁধেছে তৃতীয়বারের জন্য কাপ আসবে দেশে। ১৯৮৩ সালে প্রথম কাপ জেতে ভারত, কপিল দেবের অধিনায়কত্বে। এরপর ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার কাপ আসে ভারতে ২০১৩ সালে।