ফাদার্স ডে উপলক্ষে কত মানুষই কত কী লিখছেন আজ সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ মনে করছেন পুরনো কথা, কেউ বাবার সঙ্গে কাটানো স্মৃতিতে ডুব দিচ্ছেন। 🌊এত পোস্টের ভিড়ে বিবেক অগ্নিহোত্রীর পোস্ট যেন সবার নজর কাড়ল আলাদা ভাবে। তিনি জানালেন অন্য এক গল্প।
বিবেক অগ্নিহোত্রী এদিন তাঁর জীবনের এক অজানা গল্প সবার স🍌ঙ্গে ভাগ করলেন। জানালেন 'আমি যখন মুম্বইয়ে আসি তখন আমি পালি হিলের একটি অভিজাত বাড়িতে থাকতাম। না, আমার তথ্য অত খরচ করা সামর্থ্য ছিল না। কিন্তু আমি খুব সস্তায় ভাড়া পেয়ে গিয়েছিলাম। ওই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি এবং তাঁর বয়স্কা স্ত্রী থাকতেন কেবল অত বড় বাড়তে। তাঁরা প্রচণ্ড নিঃসঙ্গ জীবন কাটাতেন, একই সঙ্গে ভয় পেতেন যে যদি তাঁদের কিছু হয়ে যায় তাহলে তাঁদের দেখবে কে? কেই বা হাসপাতালে নিয়ে যাবে তাঁদের? এসব ভেবেই তাঁরা খুব অল্প দামে আমায় ওঁদের বাড়িয়ে পেইং গেস্ট রাখেন। ওঁদের সন্তানরা বিদেশে থাকতেন।'
তিনি তাঁর পোস্টে আরও ﷽জানান, 'আমি তখন স্ট্রাগল করছি। রোজ বাড়ি ফেরার পথে কিছু স্ট্রিট ফুড কিনে বাড়ি চলে আসতাম। ওঁদের ঘর থেকে খাবার গরম করে খেতাম আমার ঘরে বসে। এরপর একদিন সেই কাকিমা আমায় বললেন ওঁদের সঙ্গে বসেই খেতে। পরদিন আমি ওঁদেরকেও আমার খাবার দিতে চাইলে ওঁরা জানান ওঁদের ছেলে রাস্তার খাবার খেতে না করেছে। তাই খান না গত কুড়ি বছর ধরে। তবো জানালেন এবার থেকে তাঁরা আমার থেকে এই স্ট্রিট ফুড নিয়ে খাবেন। কিন্তু আমাকে তাঁরা পইপই করে বলে দেন আমি যেন এটা সিক্রেট রাখি। কাউকে না জানাই।'
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক জানান, এরপর থেকে তিনি রোজ বাইরের খাবার নিয়ে আসতেন তাঁদের তিনজনের জন্য। নিজে খোঁজ করতেন মুম্বইয়ের কোন জায়গার কোন খাবার বিখ্যাত। এক একদিন এক একটা জিনিস খাওয়াতেন তিনি তাঁদের। আর ক্রমে সেটা অভ্যাসে পরিণত হয় ব꧂লেই দাবি করেন বিবেক।
তিনি তাঁর পোস্টের শেষে বলেন কিছু বছর পর তাঁর বাড়িওয়ালা ডিমেনশিয়ায় আক্রান্ত হন। তখন তিনি বিবেককে নিজের ছেলে বলেই জ🔯্ঞান করতেন। সেই নামেই ডাকতেন। একবার তিনি ⛄মুম্বইয়ের বিখ্যাত পঞ্চম পুরিওয়ালার থেকে পুরি সবজি নিয়ে এলে সেটা খেয়ে সেই ভদ্রলোক তাঁকে একটা পেন উপহার দেন যা আদতে গান ছেলের।
এই ঘটনার কথা স্মরণ করে বিবেক লেখেন, 'আমি সেই রাতে কেবল একটা পে꧙ন পাইনি, একজন বাবাকে খুঁজে 🐈পেয়েছিলাম। আমাদের জন্মদাতা পিতা একজন হতেই পারেন, কিন্তু আমরা অনেক বাবার কাছে ছেলের মতো বা ছেলেই হয়ে উঠি।'
তাꦚঁর পোস্ট মাত্র কিছুক্ষণ আগে করা হলেও অনেকেই তাঁর পোস্টে নিজেদের মতামত জানিয়েꦐছেন। প্রশংসা করেছেন।