বলিউডের তথাকথিত তারকা সন্তানদের থেকে বেশ আলাদা তুষার কাপুর। লাইমলাইট থেকে একপ্রকার দূরেই থাকেন তিনি বেশিরভাগ সময়। অভিনেতা-প্রযোজক হিসেবে এখন কাজ করছেন তুষার। সেভাবে বলি-কেরিয়ার দাঁড়ায়নি তাঁর। হিটের থেকে ফ্লপের সংখ্যাই বেশি। সম্প্রতি কসৌলিতে Khushwant Singh Literary Festival-এ দিব্যা দত্তর সঙ্গে কথা প্রসঙ্গে নিজের একা বাবা হওয়া থেকে শুরু করে ‘তারকা-সন্তান’ কথার কী অর্থ তাঁর কাছে তা নিয়ে কথা বলেন। ‘রেড কার্পেট কিন্তু সব তারকা-সন্তানদের জন্য পাতা থাকে না। আমার ডেবিউ ছবি মুঝে কুছ কহেনা হ্যায়-এর শ্যুটের সময়, আমাকে আমার কো-স্টার, আরেক স্টারকিড করিনা কাপুরের জন্য ১২-১৪ ঘণ্টা অপেক্ষা করতে হত, কারণ তিনি সেইসময় একসঙ্গে ৩-৪টে ছবিতে কাজ করছিলেন। ওর প্রথম সিনেমা এখনও মুক্তি পায়নি, কিন্তু তাতেও ওকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল।’‘Star kids are not dumb drop-outs’ নামের একটা বইও লিখেছেন তুষার। আর সেইপ্রসঙ্গেই তিনি বলেন, ‘যবে থেকে আমার ছেলে আমার জীবনে এসেছে-- সবাই, মিডিয়া পার্সন থেকে শুরু করে আমার বন্ধু-কলিগরা আমাকে দেখলেই প্রশ্ন করত, তুমি কীভাবে সবটা ম্যানেজ করো? তাই আমি ঠিক করি এই বিষয়ে একটা বই লিখে ফেলব। এছাড়াও একটা ধারণা সবার মধ্যে আছে যে তারকা সন্তানরা বোকা হয়, স্কুল ড্রপ আউট।যারা একসঙ্গে দুটো শব্দ জোড়া লাগাতে পারে না। সেটাও ভুল প্রমাণ করার ইচ্ছে আমার ছিল।’সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার কারণেও তাঁকে নিয়ে হয়েছে একাধিক সমালোচনা। আর সে প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কেউ, এমনকী স্বাভাবিক দম্পতিরাও বাচ্চা দত্তক নিতে পারে। কেন আমাকে নিজের বাচ্চা নেওয়ার জন্য আমাকে বিচার করা হবে? মানুষ তো এটাও ধরে নিয়েছিল যে আমার বাচ্চা মানেই সে ন্যানির কাছে বড় হবে, কিন্তু বাস্তবে এমনটা একেবারেই নয়।’