স্বরা ভাস্কর শুধুমাত্র অভিনেত্রী হিসাবেই নন, তাঁর রাজনৈতিক মতাদর্শের জন্যও অত্যন্ত পরিচিত এক মুখ। গত জানুয়ারি মাসের ৬ তারিখ তিনি এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ স্পেশাল ম༺্যারেজ অ্যাক্টে বিয়ে সারেন। কিন্তু সে কথা এত দিন গোপনই ছিল। হালে সেটি প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই ইন্টারনেটে অনেকেই সন্ধান করছেন ফাহাদ সম্পর্কে।
কে এই ফাহাদ আ🦋হমেদ? কী তাঁর পরিচয়? জেনে নিন এখান থেকে।
১। ফাহাদ আহমেদ বেশ কিছু দিন ধরেই🔥 অখিলেশ যাদবের 🃏সমাজবাদী পার্টির কর্মী।
২। বর্তমানে ফꦅাহাদ আহমেদের উপরে রয়েছে পার্টির বিশেষ দায়িত্বও। তিনি সমাজবাদী যুবজ্ঞান সভার রাজ্য প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
৩। তিনি ২০২২ সাল♔ের ১ অগস্ট খাতায়কলমে সমাজবাদী পার্টির সদস্য হন। তার পর থেকেই সক্রিয় ভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে চলেছেন।
৪। তিনি মুম্꧟বইয়ের বাসিন্দা। সেখানেই রাজনৈতিক কর্মকাণ্ডের স𒆙ঙ্গে জড়িত থাকেন।
৫। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থ♕েকে তিনি🦂 স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন। কলেজ জীবন থেকেই তিনি রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন বলে শোনা যায়।
🍌৬। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সাইন্সেস থেকে তিনি এম.ফিল করেন। সমাজবি꧟দ্যা নিয়ে তিনি পড়াশোনা করেছেন।
৭। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সাইন্সেস বা টিস-এ তিনি সেখানকার স্টুন্ডেটস ইউনিয়নের জেনারেল সেক্র♔েটারি পদেও ছিলেন। ২০১৭ এবং ২০১৮ সালে এই দায়িত্ব সা𝐆মলান তিনি।
যত দূর জানা গিয়েছে স্বরার ♏সঙ্গে তাঁর আলাপেরও পিছনেও রꩲয়েছে রাজনীতি এবং রাজনৈতিক মতাদর্শের ভূমিকা। কোনও একটি রাজনৈতিক সভায় তাঁরা একসঙ্গে উপস্থিত ছিলেন। সেখানেই তাঁদের আলাপ হয়। পরে তা প্রেমের দিকে গড়ায়। এবং তার পরে বিয়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন H✅T App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড♏ করার লিঙ্ক: