অভিনেতা উইল স্মিথ এসেছেন ভারতে। হলিউডের এই তারকাকে শনিবার দেখা গেল মুম্বই এয়ারপোর্টে, এক আধ্যাত্মিক মানুষের সঙ্গে। একে-অপরের সাথে কথা 🍨বলছিলেন আর হাসছিলেন।
অস্কারের মঞ্চে থাপ্পড় বিতর্কের পর এই প্রথম জনসম্মুখে এলেন অভিনেতা। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, ভক্তদের সাথে ছবিও তুললেন উইল স্মিথ।
জুহুর জেডব্লিউ ম্যারয়ট হোটেলেই নাকি উঠেছিলেন স্মিথ। শনিবার তিনি দেশ ছাড়েন। ভারতের সাথে বরাবরই সম্পর্ক ভালো স্মিথের। এর আগে বহুবার এদেশেও এসেছেন তিনি। বেনারসের গঙ্গা আরতিতে সামিল হয়েছেন। আধ্যাত্মিক গুরু সাধগুরুর সাথেও দেখা মিলেছে তাঁর ভিডিয়োতে। আরও পড়ুন: তাঁর জন্যই ক্রিসকে চড় মারেন অস্কার জয়ী উইল, চড়কাণ্ডে মুখ খুললেন স্ত্র🎉ী জাডা
উ💛ইল স্মিথকে নিয়ে বিতর্ক জোড়ালো হয় যখন তিনি অস্কারের মঞ্চে কষে থাপ্পড় লাগান কমেডিয়ান ক্রিস রককে। বউকে নিয়ে মঞ্চে ইয়ার্কি সহ্য করতে পারেননি তিনি। এই একই মঞ্চে ‘সেরা অভিনেতা’ হিসেবে অ্যাওয়ার্ডও পান তিনি। যদিও পরে অস্কারের মঞ্চে হাতাহাতি করার জন্য ক্ষমা চেয়ে নেন।
এরপর অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয় শাস্তি হিসেবে উইল অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে যোগ দিতে পার🌳বেন না, অস্কারেও নুা। যদিও নমিনেꩲশন পাবেন, পুরস্কারও জিততে পারবেন। তবে অংশ নিতে পারবেন না। উইল তাঁকে দেওয়া এই শাস্তি মেনেও নিয়েছেন।