🃏 উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। উন্মত্ত জনতা দখল করে নিয়েছে গণভবন। আর সেই ঘটনার একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেখানেই ভাইরাল হয়েছে এই ছবিটিও যেখানে দেখা গিয়েছে এই মহিলা শেখ হাসিনার ডায়োরের ট্রলি তুলে নিয়ে পালাচ্ছেন।
কী ঘটেছে?
🅺গণভবনে ঢুকে জনতা হাতের কাছে যা পেরেছে সেটাই তুলে নিয়ে গিয়েছে। গাছ, শাক থেকে শুরু করে হাসিনার শাড়ি, ব্রা, মুরগি, হাঁস সব চুরি করে নিয়ে গেছে সাধারণ মানুষ। বাদ যায়নি এসি, কমোড, টেবিল, চেয়ার, ইত্যাদি। এমনকি এই মহিলাকে দেখা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়োরের ট্রলি চুরি করতে। কিন্তু চুরির পর তাঁর মুখে লেগেছিল চওড়া হাসি। আর তাঁর এই লুক দেখে অনেকেই তাঁর সঙ্গে মিল পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সেটা নিয়ে এক ব্যক্তি লেখেন, 'সিঙ্গাপুরে চুরি করার পর এবার বাংলাদেশ গেছে, স্বস্তিকা মুখার্জির এই জিনিস লোপাট করার স্বভাবটা আর গেল না।'
আরও পড়ুন: 🏅OTT, অনলাইন খবরেও এবার লাগাম পরানো হবে! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ - জটিলতা
কী ঘটেছে বাংলাদেশে?
꧅সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।