অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষানের নামে কিছু মাস আগে একটি বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এক মহিলা। তিনি তাঁর সেই অভিযোগে দাবি করেন যে তাঁর সন্তানের বাবা নাকি রবি। কিন্তু এদিন তিনি অর্থাৎ সেই অপর্ণা সোনি বম্বে হাইকোর্টের কাছে আবেদন করেন তিনি যেন তাঁর এই অভিযোগ প্রত্যাহার করে নি♔তে পারেন। এমনটাই এদিন ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: সোহিন🌄ীর সিঁথি রাঙালেন শোভন, প্রকাশ্যে এল বিয়ের ܫপ্রথম ছবি
রবি কিষানের নামে অভিযোগ প্রত্যাহার মহিলার
এই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অপর্ণা সোনি আবেদন করেন যে তাঁর নামে যে FIR করা হয়েছিল অভিনেতার স্ত্রী প্রীতি শুক্লার দ্বা💜রা সেটাও ডিসমিস করে দেওয়া হয় যেন। কোর্ট তাঁর সেই আবেদন রেখেছে।
২০২৪ সালের ১৬ এপ্রিল൩ প্রীতি শুক্লা অপর্ণা সোনি সহ মোট ৬ জন ব্যক্তির নামে FIR দায়ের করেন। এই ছয় ব্যক্তির মধ্যে অপর্ণা সোনির স্বনি রাজেশ সোনি, মেয়ে শি൲নোভা সোনির নামও ছিল। তিনি হজরতগঞ্জ থানায় এই FIR দায়ের করেছিলেন।
প্রীতি জানিয়েছিলেন অপর্ণা সোনি এই অভিযোগ তুলে নাকি অভিনেতার থেকে ২০ কোটি টাকা আদায় করতে চাইছেন। প্রসঙ্গত এর আগে অপর্ণা জানিয়েছিলেন তিনি এবং রবি কিষান নাকি একটাꦜ সময় একসঙ্গে থাকতেন। এবং অভিনেতাই হলেন তাঁর মেয়ের বাবা।
আরও পড়ুন: 'পাধা🌞রো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
অপর্ণা এবং তাঁর স্বামী এরপর বম্বে হাইকোর্টে একটি আবেদন জানান যাতে তাঁদের নামে করা এই♚ FIR বাতিল করে দেওয়া হয়। তবে যেহেতু এই FIR লখনউতে করা তাই সেক্ষেত্রে কোর্টের কিছু করার নেই। কিন্তু শুক্রবার, হাইকোর্টের বেঞ্চের তরফে অপর্ণার দাখিল করা একটি 🎶চিঠি গ্রহণ করা হয়। সেখানেই তিনি জানান যে তিনি তাঁর আবেদন প্রত্যাহার করে নিতে চান।