টেলিপর্দার দর্শকদের জন্য রয়েছে দারুণ একটা খবর। রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হচ্ছে, আর তাই টেলি পর্দার দর্শকদের বেশকিছুটা মন খারাপ। তবে দর্শকদের মন খারাপ মেটাতে আগামী ৩ সপ্তাহ রবিবাসরীয় সন্ধ্যাটা জমজমাট করে তোলার সিদ্ধান্ত নিয়েছে জি�𒈔� বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের জন্য রয়েছে দারুণ একটা খবর।
কিন্তু সুখবরটা কী?
জানা যাচ্ছে, আগামী ৩টে রবিবার, অরꦬ্থাৎ ৫, ১২ ও ১৯ নভেম্বর জি বাংলার পর্দার সম্প্রচারিত হবে 'রাঙা বউ' ও 'মিলি'। 'রাঙাবউ' দেখতে পাবে সন্ধ্যে সাড়ে ৮টায় আর 'মিলি' দেখতে পাবেন ৯টায়। আর দিদি নম্বর ১-এৎ স্পেশাল🅘 পর্ব সম্প্রচারিত হবে রাত সাড়ে ৯টায়। প্রসঙ্গত, 'ফুলকি', ‘জগদ্ধাত্রী’, সহ জি বাংলার অন্যান্য ধারাবাহিকগুলি ইতিমধ্যেই রবিবার সম্প্রচারিত হত। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক টাইম স্লট…
- ৬:০০ – ইচ্ছে পুতুল
- ৬:৩০ – কার কাছে কই মনের কথা
- ৭.০০- জগদ্ধাত্রী
- ৯.৩০ – ফুলকি
- ৮.০০ - নিমফুলের মধু
- ৮.৩০ – রাঙ্গা বউ
- ৯.০০ - মিলি
- ৯.৩০-১১.০০ – দিদি নং ১
এদিকে এই মুহূর্তে জমে উঠেছে ‘রাঙা বউ’ ধারাবাহিকটি। কুশের যমজ ভাই লবের এন্ট্রি হয়েছে। যদিও এখন লব-কুশের দেখা হয়নি। লব এক্কেবারেই কুশের বিপরীত চরিত্র। কুশ তার ভাইকে খুঁজছে। এদিকে 'শীল' পরিবার যখন লক্ষ্মী পুজোয় ব্যস্ত। তখন আচমকাই বেশ কয়েকজন এসে বলে কুশ নাকি তাঁদের মেরেছে। তবে কুশ🍎 তো কাউকে মারধর করার পাত্র নয়। তবে কি লব তাঁদের মেরেছে? প্রশ্ম উঠছে এই ঘ𒁃টনাকে কেন্দ্র করেই কি তবে মুখোমুখি হবে লব-কুশ!
আরও পড়ুন-সুস্মিতা সেন, নন্দনা সেন সহ ছিল একাধিক প্রে🍸মিকা, অবশেষে বিয়ে করছেন রণদীপ, পাত্রী কে?