জি সিনে অ্যাওয়ার্ড ২০২৪ ♈অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ১০ মার্চ। সেখানে একাধিক তারকা, ২০২৩ সালের একাধিক হিট ছবি সম্মানিত হয়েছে। শাহরুখ খান থেকে শুরু করে সানি দেওল, আলিয়া ভাট, কিয়ারা আডবানি প্রমুখ নজর কেড়েছেন তাঁদের সাজ দিয়ে। শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায় সেরা অভিনেতা এবং অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন। অন্যদিকে সানি দেওল এবং কিয়ারা আডবানি পেয়েছেন ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন।
এবারের জি সিনে অ্যাওয়ার্ডে কে কী পুরস্কার পেয়েছেন?
কিয়ারা আডবানি সোমবার সকালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম আমার পছন্দের অভিনেত্রীর সঙ্গে। ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ড আমায় সেরা অভিনেত্রী ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড দেওꦅয়ার জন্য। যাঁরা যাঁরা আমায় ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ।'
আরও পড়ুন: বাংলাদেশি সুপারস্টার শাকিবের নায়িকা এবার মিমি! 🌄দুই বাংলা জুড়ে উঠতে চলেছে ‘তুফান’
আরও পড়ুন: পুরোপুরি উলঙ্গ হয়েই অস্কারে🔯র মঞ্চে উঠেছিলেন জন সিনা? ভাইরাল ছবিতে ফাঁস সত্যি
কার্তিক আরিয়ানও এদিন একটি🗹 ছবি পোস্ট করেছেন ট্রফির সঙ্গ🐬ে। তিনি পেয়েছেন পারফর্মার অব দ্য ইয়ারের খেতাব।
জওয়ান কী কী পুরস্কার পেল?
২০২৩ সালটা শাহরুখ খানের বছর ছিল। একসঙ্গে তিꦺনি তিন তিনটি ব্লকবাস্টার হিট উপহার দিয়েছিলেন। তাঁর গত বছর মুক্তি পাওয়া ছবি জওয়ান এবারের জি সিনে অ্যাওয়ার্ডে একাধিক খেতাব জয় করেছে। এই ছবিটি সেরা ফিল্ম, সেরা মিউজিক, সেরা ভিএফএক্স, সেরা অ্যাকশন, ইত্যাদি পুরস্কার পেয়েছে।
অন্যদিকে অরিজিৎ সিং ঝুমে জো পাঠান গানটির জন্য সেরা প্লেব্যাক সি🍸ঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন। আর এই ছবির আরেকটি গানের বেশরম রংয়ের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার মহিলার পুরস্কার পেয়েছেন শিল্পা রাও।
এক ঝলকে দেখুন কে কোন পুরস্কার পেলেন জি সিনে অ্যাওয়ার্ডে
সেরা ✃অভিনেতা পপুলার চয়েজ: শাহরুখ খান (জওয়ান এবং পাঠ♑ান)
সেরা অভিনেতা ভিউয়ার্স চয়েজ: সানি দেওল (গদর ২)
সেরা অ🐻ভিনেত্রী পপুলার চয়েজ: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরꦓা অভিনেত্রী ভিউয়ার্স চয়েজ: কিয়ারা আডবানি (সত্যপ্রেম 🔯কী কথা)
পারফর্মার অব দ্য ইয়ার: কার্তিক আরিয়ান (সত্যপ্রেম কী কথা) এবং অনন্যা প♏াণ্ডে (খো গয়✃ে হাম কাহা)
সেরা ফিল্ম: জওয়ান
আরও পড়ুন: 'ওরা যদি আমায় শান্তি দিতে চায়, তবে...' মা হয়েও সন্তানরা পালিয়ে বিয়𓂃ে করুক চান টুইঙ্কল!