মাসকয়েক আগে ইনস্টাগ্রামে ডেবিউ করেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। তাঁর পোস্টগুলি সবার মনও জয় করছে। সম্প্রতি তাঁকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় শেয়ার👍 করে নেন তিনি। সেই প্রতিবেদন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে জিনাত লেখেন, এই ধরনের তথ্য শেয়ার করার আগে তা ‘দুবার অন্তত চেক করার’।
জিনাত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই প্রতিবেদনটির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এর শিরোনাম ছিল, ‘জিনাত আমান থেকে নার্গিস ফাখরি, মিশ্র জাতিসত্তার সঙ্গে বলিউড তারকারা।’ জিনাত লেখেন কীভাবে নিবন্ধে প্রকাশিত ‘তথ্যগুলি ভুল’ ছিল। আরও পড়ুন: ‘সুরঙ্গনা ভালো পর্ন দেখলে আম✱ায় বলে দেখিস!’, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নি⛎য়ে ঋদ্ধি
প্রবীণ তারকা নিউজ পোর্টালটির নাম উল্লেখ করে লেখেন, ‘আমি এই সুন্দর অভিনেতাদের সঙ্গে থাকতে পেরে খুশি, তবে এই জাতীয় নিবন্ধ পোস্ট করার আগে সত্যতা যাচাই করার জন্য আন্তরিক অনুরোধ রইল। আমার মা জার্মান খ্রিস্টান ছিলেন না। তিনি ছ💞িলেন হিন্দু, যার দ্বিতীয় বিয়ে হয়েছিল একজন জার্মান খ্রিস্টানের সঙ্গে। আমার বাবা ছিল📖েন একজন ভারতীয় মুসলিম। এই তথ্য তো সকলের জানা, আমার ইনস্টাগ্রামেও রয়েছে। আমি জার্মান ভাষায়ও সাবলীল নই, যদিও আমি তা বুঝতে পারই। ডাঙ্কে (জার্মানে ধন্যবাদ)।’