ফুড ডে𒆙লিভারি অ্যাপ সুইগি এবং জোম্যাটোর প্রতিদ্বন্দ্বিতা এবার আরও বাড়তে চলেছে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পরবর্তী মরসুমকে কেন্দ্র করে। মানিকন্ট্রোলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সুইগি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার চতুর্থ মরসুমের জন্য একটি কঠিন শর্ত রেখেছে। তবেই তারা কোনো ডকুমেন্টসে স্বাক্ষর করবেন।
শার্ক ট্যাঙ্ক থেকে দীপিন্দর গোয়েলকে বের করে দিল সুইগি?
রিপোর্টে দাবি করা হয়েছে যে, সুইগি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পরবর্তী মরসুমে ৪০-৬০ কোটি টাকা স্পনসর করার জন্য একটি চুক্তি চূড়ান্ত করছে। তবে শর্ত রেখেছে প্রতিদ্বন্🌟দ্বী সংস্থা জোম্যাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েলকে আর বিনিয়োগকারী হিসেবে রাখা যাবে না। রিপোর্টে দাবি করা হয়েছে যে জোম্যাটোকে এই শো থেকে ব্লক করার জন্য এই যে শর্ত রাখা, তা বুঝিয়ে দেয় খাবার ও👍 মুদি সরবরাহের বাজারেও টানটান উত্তেজনা এই দুই কোম্পানির ভিতরে। প্রাথমিকভাবে সমান অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে জোম্যাটো বেশ খানিকটা এগিয়ে ব্যবসারদিক থেকে। তাই এবার উঠেপড়ে লেগেছে সুইগিও।
যদিও এই বিস্ফোরক দাবি নিয়ে এখনও মুখ খোলেনি সুইগি এবং সোনি টেলিভিশন। 💧
ইটি স্টার্টআপ অ্যাওয়ার্ডসে কথা বলার সময় দীপন্দরকেও এই এ🌌কই কথা বলতে শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন, ‘আমি শার্ক ট্যাঙ্কে গিয়েছিলাম একটা আলাদা উদ্দেশ্য নিয়ে। সেখানে যাওয়াটা নিজের ন☂ৈতিক বাধ্যকতা বলে মনে হয়েছিল। আমি একটা উইকেন্ডে শুটিং করেছি এবং আমার দৃষ্টিভঙ্গিও তুলে ধরিছিলাম। তবে তারপরই আমাকে শো-থেকে বের করে দেওয়া হয়। কারণ সুইগি স্পনসর করছিল। অন্তত আমি তো তাই শুনেছি।’
আরও পড়ুন: হার্দি𓆉ককে ডিভোর্স দিতে না দিতেই সুখবর ভাগ নাতাশ♔ার! কোন কাজ দিয়ে কামব্যাক করছেন?
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সম্পর্কে
সোনি টেলিভিশন সম্প্রতি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার চতুর্থ মরসুমের শুটিং শুরু করেছে। যেখানে পিপল গ্রুপের অনুপম মিত্তল, বোট লাইফস্টাইলের আমান গুপ্তা, এমকিওর ফার্মাসিউটিক্যালসের নমিতা থাপার, লেন্সকার্টের পীযূষ বনশল এবং ওয়ো-র রীতেশ আগরওয়াল ‘শার্ক’ হিসাবে ফিরে এসেছেন। দীপিন্দর শোয়ের তৃতীয় মরসুমে ‘শার্ক’ হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তবে থাকছেন না আর নতুꦿন সিজনটিতে।