বর্ষায় টানা বৃষ্টিতে জামা কাপড় তো বটেই, জুত🌜ো মোজাও যদি ভিজে যায় তাহলে তা শুকোতে চায় না কিছুতেই। একবার ভিজে গেলে, কড়া রোদ না উঠা পর্যন্ত কোনও ভাবেই তা ভালো করে শুকাতে চায় না, ফলে একটি দুর্গন্ধ বেরোতে শুরু করে জামা কাপড় বা জুতো মোজা থেকে।
জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হলে তা থেকে নিস্তার পাওয়ার বেশ কয়েকটি উপায় থাকলেও জুতোর ক্ষেত্রে তা একেবারেই যায় না। বিশেষ করে একটানা বৃষ্টিতে যখন জুতো ভিজে যায়, তখন পরের দিন সকালে সেটির পরার মত অবস্থায় থাকে না। ক𓄧িন্তু অফিসে জুতো মোজা মাস্ট, তাই অনিচ্ছা সত্ত্বেও জুতো পরেই বের হতে হয় বাড়ি থেকে।
(আরও পড়ুন: মল দিয়ে স্কিন কেয়ার🅘 কর𒁃লেন এক মহিলা! 'থেরাপি দরকার', বললেন নেটিজেন)
জুতো বা মোজা একবার যদি ভিজে যায়, তা থেকে এমন একটি বিশ্রী গন্ধ বেরোতে শুরু করে, যা আপনাকে সকলের সামনে অপ্রস্তুতে ফেলে দেয়। এমতাবস্থায় আপনি বাড়িতে থাকা বেশ কয়েকটি জিনিস ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারಌেন। হাতের কাছে এই জিনিসগুলি থাকলেই আর কোনও সমস্যায় পড়তে হবে না আপনাকে।
লেবু: বাড়িতে ফিরে জুতো খুলে প্রথমে ভালো একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন সেটি। এরপর জুতোর ভেতরে এক টু💧করো পাতি লেবু কিংবা লেবুর খোসা রেখে দিন। পারলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও দিতে পারেন। দেখবেন সারারাতে আপনার জুতোর দুর্গন্ধ দূর হয়ে গেছে।
▨বেকিং সোডা: জুতোর মধ্যে বেকিং সোডা যদি ছড়িয়ে রাখতে পারেন তাহলে জুতোর দুর্গন্ধ খুব সহজে দূর হয়ে যায়। ভালো করে জুতো মুছে ভেতরে বেকিং সোডা দিয়ে সারারাত রেখে দিলেই দুর্গন্ধ বাপ বাপ বলে পালাবে।
(আরও পড়ুন: প্রাইভেট জেটে ১🌼৬০০ কিমি ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করবেন Starbucks CEO♍!)
বেবি পাউডার: বাড়িতে বেবি পাউডার যদি থাকে তাহলে জুতোর মধ্যে ভালো করে ছড়িয়ে দিন। সারারাত জুতোর মধ্যে বেবি পাউডাꩲর দেওয়া থাকলে জুতোর মধ্যে থাকা গন্ধ দূর হবেই তো বটেই, আপনার পাও কিন্তু কম ঘামবে।
টি ট্রি ওয়েল: জুতো বা মোজার দুর্গন্ধ দূর করার জন্য আরো একটি সহজ উপায় হল জুতার মধ্যে টি ট্র🧔ি ওয়েল কয়েক ফোঁটা ছড🐻়িয়ে দেওয়া। এছাড়া মোজা কাচার সময় জলে টি ট্রি অয়েল দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে আপনার জুতো মোজা থেকে।
প্রসঙ্গত, বর্ষায় চেষ্𝓰টা করবেন ওয়াটারপ্রুফ জুতো পরার। এছাড়া ওয়াশেবেল জুতো পরতে পারেন। জুতো যদি কাচা যায় তাহলে বাড়ি ফিরে কিছুক্ষণ সাবান জলে জুতো ভিজিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। তারপর রোদে শুকিয়ে নিলেই গন্ধ দূর হয়ে যাবে।