১। স্ত্রী হালে চিকি🐓ৎসকের কাছে গিয়েছিলেন। এই প্রসঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে।
স্ত্রী: চিকিৎসক আমাকে 𝔍এক মাসের জন্য কোনও পাহাড়ি এলাকায় বেড়িয়♎ে আসতে বলেছেন। তাতে আমার মন ভালো হবে বলেছেন তিনি। বল তো কোথায় যাওয়া যায়?
স্বামী: কেন, এটা কোনও প্রশ্ন হল! অন্য ♔চিকিৎসকের কাছে।
(আরও পড়ুন: মেজাজ ভালো নেই? ২ মিনিটে ভালো করে নিন, পড়ুন দ🌳িনের সেরা ৫ জোকস)
২। পলটু এক দোকানে গিয়েছে কেক কিনতে—
পলটু: দাদা, কেকের দাম কত?
দোকানদার: দুটি কেকের দাম ২৫ টাকা।
পলটু: তাহলে এই একটি কেকের দাম কত?
দোকানদার: ১৩ টাকা।
পলটু: ঠিক আছে, ১২ টাকায় অন্য কেকটি দিয়ে দেন।
(আরও পড়ুন: বৃষ্টির খবর আসতেই মন ভালো? তাহলে পড়ুন দিনের সেরা ৫ জো🦋কস! সোমবারে থা🌜কুন মজায়)
৩। চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছে♔ নবীন। চেম্বারে ঢুকেও সমস্যা।
নবীন: ডাক্তার বাবু আমি সব সময় দুটো দেখি।
চিকিৎসক: আচ্ছা, আপনি ওই চেয়ারটায় বসুন।
নবীন: কোন চেয়ারটায় ডাক্তার বাবু?
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, তার উপর ছুটি! আজ দুপুরে গরম ভুলে একটু হাসুন, পড়ুন🥀 দিনের সেরা ৫ জোকস)
৪। পেটের নানা সমস্♔যা নিয়ে এর আগেও চিকিৎসকের কাছে গিয়েছিলেন রোগী। চিকিৎসক বলে দিয়েছিলেন, কী করতে🥂 হবে। কিছু দিন ধরে কেমন থাকছেন, সেটা দেখে জানাতেও বলেছিলেন। তাই চিকিৎসকের চেম্বারে ফের গিয়েছেন রোগী।
রোগী: ডাক্তার বাবু, আপনার কথা মতো এই কয়েক দিন আমি কেꦫানও ভেজাল খাবার খাইনি, প্রিজারভেটিভ-যুক্ত খাবার, এমনকী স্প্রে করা হয় এমন সবজিও ছুঁইনি।
ডাক্তা: বাহ! বাহ! তা এখন আপনি কেমন বোধ করছেন।
রোগী: ক্ষুধার্ত! খুব ক্ষুধার্ত!
(আরও পড়ুন: এবার কমবে গরম, মনেও থাকুক আনন্দ! পড়ুন দিনের সের♉া ৫ জোকস, ফূর্ত🔯িতে কাটান দিন)
৫। গলফ খেলছিল শ্যামল। 🎃এমন সময় সেখﷺানে উপস্থিত বন্ধু বিমল।
বিমল: রা𓂃খ তোর খেলা। চল, আমরা রেস্তোরাঁ থেকে খেয়ে আসি।
শ্যামল: এখন যেতে পারব না। আমাকে ঠিক জায়গায় বলটা ফেল🔯তে হবে। ওই যে দেখ, আমার কোচ দাঁড়িয়ে আছেন।
বিমল: তোর কোচ তো উ🐻ল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি দেখবেন না। চল, আমরা চলে যাই।
শ্য🅰ামল: দেখবেন না বলেই তো খেলছি। আমি চেষ্টা করছি বলটা কোচের মাথ𝓰ায় ফেলতে!