১। শিক্ষক: পূর্ব বাংলার ইংরেজি কী?
ছাত্র: ইস্টবেঙ্গল।
শিক্ষক: পশ্চিমবাংলার ইংরেজি কী?
আর এক ছাত্র: মোহনবাগান।
(আরও পড়ুন: 🤪আজ কাজ🐻ের চাপ আছে? তার মধ্যেও কিন্তু হাসতে হবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। শ𓂃্যামল𝓀বাবু একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
শ্যামলবাবু: কী ব্যাপার? ঘাস খাচ্ছ কেন?
লোক: স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
শ্যামলবাবু: ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোক: স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
শ্যামলবাবু: তাকেও সঙ্গে নাও।
লোক: স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
শ্যামলবাবু: তাদেরও সঙ্গে নাও।
লোক: স্যার, আপনার অশেষ দয়া🐲! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?
শ্যামলব๊াবু: নাহ। আমার বাগানের ঘাস🧔গুলোও বেশ বড় হয়ে উঠেছে!
(আরও পড়ুন: সপ্তাহ শেষের মুখে, পড়ে নিন দিনের সেরা🌸 ৫ জোকস, উইকেন্ডের মজা ♊আর একটু বাড়ুক)
৩। শিক্ষক: রতন, জলে বাস করে এমন পাঁচটি প্রা🅘ণীর নাম বলো।
রতন: ব্যাঙ।
শিক্ষক: আর বাকি চারটা?
রতন: ব্যাঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।
(আরও পড়ুন: মাসের প্রথম দিন হাসতেই হব♚ে, পড়ে নিন👍 দিনের সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)
৪। পুলিশের গুলিতে ♉নিহত হয়েছে এক গুন্ডা। তার মূর্তি তৈরির জন্য বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে🌜 চাঁদা তুলছে। এক বাড়ির এক ভদ্রলোক একশো টাকার একটা নোট এগিয়ে দিলেন।
গুন্ডাদের একজন বলল, এত দরকার নেই। দশ টাকা দিলেই 💙চ🍸লবে।
ভদ্রলোক বললেন, নিয়ে রাখ, পরের নয়🐬 জনের জন্য আগাম দিলাম।
(আরও পড়ুন: মঙ্গলবারে মঙ্গল হোক! মন থাকুক ভ🌳ালো, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। বিমানে ভ্রমণের সময় সাউন্ড বক্সে হঠাৎই শোনা গেল পাইলটের কণ্ঠস্বর। ‘সম্মানিত যাত্রীসাধারণ। শুভ সকাল। আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডান দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন ধরেছে। বাম দিকের জানালায় তাকালেই দে🍸খবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল বলে। আরও জানাচ্ছি যে এটা একটি রেকর্ড করা ম্যাসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে ঝুলন্ত আ🃏মাকে দেখতে পাবেন!’