ফের মৃত্যু হল ঘিলুখেকো (ব্রেন ইটিং) অ্যামিবার সংক্রমণে। এবার প্রাণ হারাল দশ বছরের একরত্তি মেয়ে। এবারেও সংক্রমণের উৎস সেই সুইমিং পুল। পরিবারের সঙ্গে ছুটতে ঘুরতে গিয়েছিলে মাত্র দশ বছরের স্টেফান🔯িয়া 🔴ভিলেমিজার গোনজালেজ। সেখানেই এই সংক্রমণের শিকার হয় একরত্তি মেয়েটি। সুইমিং পুলে স্নান করতে করতেই তাঁর শরীরে ভাইরাস প্রবেশ করে। এর পর দেখা দিতে থাকে অ্যামিবা সংক্রমণের পরিচিত লক্ষণগুলি। জ্বর, কানে ব্যথা, বমি হতে থাকে স্টেফানিয়ার। এই সময় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সাধারণ কানের সংক্রমণ হিসেবেই তার পরীক্ষা করা হয়। সাময়িকভাবে আরাম পায় মেয়েটি। কিন্তু বেশিদিন সেই আরাম টিঁকল না।
(আরও পড়ুন: বিহারে নয়া আতঙ🦹্ক চিকুনগুনিয়া! পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে WHO-এর বিশেষ দল)
কমবেশি ১৪ দিন পরেই একই উপসর্গ দেখা দিতে থাকে। রীতিমতো অস্থির হয়ে ওঠে স্টেফানিয়া। এই সময় বিপদ আঁচ করে তাঁকে হাসপাতাল নিয়ে যায় তাঁর অভিভাবকেরা। সেখানেই তাঁকে꧒ চিকিৎসার জন্য ভর্তি করে দেওয়া হয় জরুরি বিভাগে। এর পর প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসা চলে। কিন্তু রোগের হদিস পাচ্ছিলেন না চিকিৎসকরা। অবশেষে রোগিনীকে আর বাঁচানো যায়নি। সংবাদমাধ্যম সূত্রের খবর, এর পর রোগটির গতিপ্রকৃতি নিয়ে আলাদা করে গবেষণা শুরু হয়। দলে ছিলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। দীর্ঘ গবেষণার পর দেখা যায়, স্টেফানিয়া অ্যামিবিক এনসেফালাইটিসে ভুগছিল। সেই রোগই প্রাণ কাড়ল তা💖ঁর।
(আরও পড়ুন: ডেলিভারি দিতে এসে তরুণীর জুতো চুরি করল ডেলিভ💫ারি বয়! অღভিযোগ করতে আরও অশালীন আচরণ)