কম সময়ে দরকারি কতকিছুই এখন আম🌠রা বাড়িতে আনিয়ে নিই। হোম ডেলিভারি দিয়ে যান বিভিন্ন সংস্থার ডেলিভারি বয়রা। কিন্তু তাঁরাই যদি বিপদের কারণ হয়ে ওঠেন? এমনটাই হল সম্প্রতি। দিল্লির এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেটি আদতে একটি সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, এক সন্দেহজনক ব্যক্তিকে। তিনি আদতে ব্লিঙ্কিট সংস্থার ডেলিভারি বয়। তাঁর সন🃏্দেহজনক কার্যকলাপ নিয়েই সন্দেহ প্রকাশ করলেন ক্যাপটেন মনিকা খান্না। তিনিই এই ঘটনাটি নিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন।
(আরও পড়ুন: ১০০ কোট༺ির বেশি মানুষকে ভোগাবে হাড়ের ব্যথা! ২০৫০-এ কেন এমন হবে জানেন)
ইন্সটাগ্রামের ওই পোস্টে🙈 মনিকা নিজের উদ্বেগ প্রকাশ করেন। ভিডিয়োটির ক্যাপশনে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে লেখেন তিনি। ঠিক কী ঘটেছিল ওই দিন? মনিকা লেখেন, ওই দিন তিনি ব্লিঙ্কিটে নিজের দরকারি একটি জিনিস অর্ডার দেন। সেই জিনিসটি ঘরের দরজায় এসে ডেলিভারি দিয়ে যান ডেলিভারি বয়। এর পর তাঁকে লিফটের কাছে যেতে দেখা যায়। লিফটের ভিতর ঢুকে গিয়েও বেরিয়ে আসে ছেলেটি। এদিক ওদিক তাকিয়ে তাঁকে মেঝে থেকে তুলে নিতে দেখা যায় মহিলার জুতো।
(আরও পড়ুন: বর্ণবৈষম্য নিয়ে লেখা কবিতা ছাপতে নিষেধ! গোয়া চলচ🐽্চিত্র উৎসব 🍨ঘিরে বিতর্ক)
এই নিয়ে ওই মহিলা অভিযোগ জানান ব্লিঙ্ক꧂িটে। তখন তাঁকে আশ্বস্ত করা হয় এই ব্যাপারে।✱ তাঁর জুতো ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এর পর সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত দশটার একটা দৃশ্য। লিফট থেকে বেরিয়ে আসেন ওই একই ডেলিভারি বয়টি। বেরিয়ে এসেই তিনি ঘন ঘন বেল বাজাতে শুরু করেন। কিন্তু অত রাতে ভয়েই আর দরজা খোলেননি মনিকা। পরে জুতো ফেরত দিয়ে গেলেও তিনি ব্লিঙ্কিটকে নিজের নিরাপত্তার জন্য দায়ী করেন। ব্লিঙ্কিটের কাছে তাঁর অনুরোধ ছিল তাঁর ঠিকানা ছেলেটিকে না জানানোর। কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি বলে অভিযোগ।
ইন্সটাগ্রামে গোটা ঘটনাটি লিখে নিরাপত্তার ব্যাপারে জবাবদিহি চান ওই মহিলা। তিনি প্রশ্ন রাখেন, রাতের বেলা এভাবে মহিলাদের বিপদ বাড়ানো নিয়েও প🉐্রশ্ন রাখেন তিনি। তাঁর﷽ কথায়, ব্লিঙ্কিট মহিলাদের ঠিকানা সুরক্ষিত রাখতে ঠিক কী করে? এই নিয়ে এবার প্রশ্ন তোলার সময় এসেছে। এই ব্যাপারে সংস্থার জবাব জানতে চান তিনি।