কোভিড সেরে যাওয়ার পরেও শরীরে নানা ধরনের সমস্যা হচ্ছে💟। এর কোনও কোনওটি দেখা দিচ্ছে বহু দিন পরেও। করোনা সেরে যাওয়ার এক বছর পরে শরীরে তার কেমন প্রভাব থাকছে, তা নিয়ে একটি গবেষণা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শরীরে বড় ধরনের ছাপ ফেলছে করোনা।
সম্প্রতি আমেরিকায় দেড় লক্ষ মানুষকে নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে। 🐎এই দেড় লক্ষ মানুষের প্রত্যেকেরই এক বছর বা তারও আগে করোনা সংক্রমণ হয়েছিল। সমীক্ষার ফল Nature Medicine নামের জার্নালে প্রকাশিত হয়েছে।
কী বলা হয়েছে সেই সমীক্ষায়?
সেখানে 💙দেখা গিয়েছে, কোভিড সেরে যাওয়ার ৩০ দিনꦉ পর থেকে হৃদযন্ত্রের উপর তার নানা রকমের প্রভাব পড়তে শুরু করে। কী কী হয়েছে এর ফলে?
- বেড়েছে হৃদরোগের আশঙ্কা
- ইসকেমিক হার্ট ডিজিজের পরিমাণ বেড়েছে
- হৃদযন্ত্রের কাজ হঠাৎ থেমে যাওযার আশঙ্কা দেখা দিয়েছে
- থ্রম্বোএবোলিকের সমস্যাও দেখা দিয়েছে
এ থেকেই বিজ্ঞানীদের মত, কোভিড সেরে যা🐲ওযার পরেও এটি হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলতে 𒁃থাকে।
বিজ্ঞানীরা বলেছেন, কোভিড সংক্রমণের ফলে হৃদযন্ত্রের উপর কয়েকটি প্রভাব পড়ছে। সেগুলিই এই ধরনের সমস💯্যা সৃষ্টি করছে।
কী কী হয় কোভিডের ফলে?
- হৃদযন্ত্রের গতি বেড়ে যায়
- হৃদযন্ত্রের পেশির সমস্যা দেখা দেয়
- হৃদযন্ত্রে ঠিক মতো রক্ত চলাচল করতে পারে না
- হৃদযন্ত্রের ভিতেরর শিরা-ধমনীতে রক্ত জমাট বাঁধে
এই ধরনের সমস্যাগুলিই হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। যাঁদের ইতিমধ্যেই নানা ধরনের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের আরও বেশি করে সতর্ক করেছেন বিজ্ঞানী꧑রা। বলেছেন, কোভিড সেরে যাওয়ার পরেও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।