আজ মহালয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরুয়াৎ হয়ে গেল আজ শনিবার থেকেই। কাকভোর থেকেই আজ ভিড় হয়েছিল গঙ্গার ঘাট ও কুমোরটুলিতে। তরুণ-তরুণী, ব্লগারদের ভিড়ে তিলধারণের জায়গা ছিল না সেখানে। কুমোরটুলিতেই তৈরি হয় বাঙালির প্রিয়তম উৎসবের প্রতিমা। অন্যদিকে গঙ্গার ঘাটে ছিল তর্পণের ভিড়। প্রসঙ্গত, মহালয়া দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অনির্বায নাম। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার উদাত্ত আবেগী কণ্ঠের স্তোত্রপাঠ ও মায়াময় উপস্থাপনা দিয়ে শুরু হয় মহালয়া তিথি। সম্প্রতি সেই প্রবাদপ্রতিম ব্যক্তির অনুষ্ঠানকে স্মরণ করেই একটি বিশেষ উপস্থাপনা করল সৃজন চট্টো🦹পাধ্যায় ও তাঁর গানের দল।
আরও পড়ুন: রামায়ণ থেকে মহাভারত, মহালয়া তিথি বারবার ফিরে এসেছে নানা প🌸ুরাণে, কেন জানেন
আরও পড়ুন: শ্রীভূমির ‘ডিজন🌟িল্যান্ড’-এ চমকের পর চমক! অবিকল ফুটে উঠল আমেরিকার থিম পার্ক
মহালয়া উপলক্ষে এই বিশেষ উপস্থাপনার জন্য বেছে নেওয়া হল মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানের একটি বিশেষ গান। সংস্কৃত শ্লোকে লেখা সেই গান হলজয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। মহিষাসুরমর্দ্দিনী অন⭕ুষ্ঠানে এই গানটি কোরাসে গাওয়া হয়েছিল। যা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার অনুভূতি।
আরও পড়ুন: চণ্ডীপাঠে ‘মহানায়ক’ হতে পারেননি উত্তম কুমার! সেদ♒িন কী ঘটেছিল আকাশবাণীর দফতরে
আরও পড়ুন: লিখতে ভালোবাসতেন, তবে ঠাকুরঘরের ছায়া মাড়াতেন না! কে💙মন ছিলেဣন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
এই দিনের অনুষ্ঠানে সেই ꧅গানটিই গেয়ে উঠলেন নবীন প্রজন্মের একঝাঁক গায়ক-গায়িকারা। সঙ্গে ছিল যন্ত্রসঙ্গীতের এক সমৃদ্ধ আয়োজন। ইতিমধ্যেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তা দেখে প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। তরুণ প্রজন্মের অন্যভাবে এই গানের রেকর্ডিং মন কেড়ে নিয়েছে অনেক শ্রোতার। প্রসঙ্গত, একটি অনুষ্ঠান উপলক্ষে রিহার্সাল চলছিল ওই গানটির। সেই ভিডিয়োই এই দিন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।