Durga Puja 2024 Maha Shashthi Rituals: আজ মহাষষ্ঠী। মা দুর্গাকে বোধনের দিন আজ। দেবীপক্ষে ষষ্♚ঠীতে দুর্গাকে অকাল বোধন করে পুজো করেন রাম। দুর্গার বোধন ঘিরে নানা পৌরাণিক কাহিনিও বিদ্যমান। কীভাবে মহাষষ্ঠী পালিত হয় জেনে নেওয়া যাক।
বোধন শব্দের অর্থ
বোধন শব্দটির অর্থ জাগ্রত করা। বোধনের রীতি মর্ত্যে মা দুর্গার আবাহনের জন্য প্রচলিত রয়েছে। দুর্গার বোধন এ দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় । এই প্রক্রিয়া ষষ্ঠীর (Maha Shashthi 2024) সকালেই শুরু হয়ে যায়। দশভূজার সামনে তার পর প্রার্থনা করা হয় যে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনও বিঘ্ন না ঘটে। এর পর ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। এই স্থানেই দুর্গা ও চণ্ডীর পুজো কর🎶া হয়। এর পর হয়, দুর্গার (Durga Puja 2024) বোধন। তার পর অধিবাস, আমন্ত্রণের পর্ব। বোধনের পর বিল্ব শাখার দেবীকে আহ্বান জানানো হয়। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীরকাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুর হয়। এ ভাবেই শেষ হয় মহাষষ্ঠীর আচার।
আরও পড়ুন - ওMaha Shasthi Wishes: রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন?