Durga Puja 2024: 🐻হীরকরাজের রাজসভায় বিদূষক, মন্ত্রীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন এক গবেষকও। কিন্তু কী নিয়ে গবেষণা করে সে ? রাজসভায় সকলের মাঝে ডেকে তাঁকে যখন এই প্রশ্ন করা হল, সে জানাল এক অদ্ভুত যন্ত্রের কথা - মগজ ধোলাই যন্ত্র। এই যন্ত্র দিয়ে কী হয়, তাঁর বিবরণও তৎক্ষণাৎ দিয়েছিল গবেষক। সেই অদ্ভুত বিশাল যন্ত্রটি অবশ্য সিনেমার শেষ পর্বে পৌঁছে আমরা দেখতে পাই । কিম্ভুতকিমাকার সেই যন্ত্রটি এবার দেখা যাবে টালা বারোয়ারির (Tala Barowari Durgotsab) মণ্ডপ প্রাঙ্গণে! সঙ্গে থাকবে হীরক রাজার দেশের আরও নানা চাকচিক্য! পুজো দেখতে হলে দর্শককে প্রবেশ করতে হবে যন্তরমন্তর ঘরে। তার পর হতেই পারে চোখ ধাঁধানোর মগজধোলাই! আট থেকে আশি পর্যন্ত সকল বয়সের দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয় সত্যজিতের এই সিনেমাই এবার সাজিয়ে তুলবে টালা বারোয়ারির মণ্ডপ।
সত্যজিতের সঙ্গে একাত্মবোধ
🍒টালা বারোয়ারির (Tala Barowari Durgotsab 2024) পুজোর সঙ্গে নানাভাবে প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে একাত্মবোধ করে বলেই জানাচ্ছেন এই পুজোর আয়োজকরা। টালা বারোয়ারির পুজো যে স্থানে হয়, তার খুব কাছেই শুটিং হয়েছিল ‘অপুর সংসার’ ছবিটির। আবার কানু বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পথের পাঁচালির হরিহর ছিলেন এই এলাকার বাসিন্দা। ঘটনাচক্রে টালা বারোয়ারির পুজোও শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মবর্ষ অর্থাৎ ১৯২১ সালে। চলতি বছর সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মবার্ষিকী। অন্যদিকে টালা বারোয়ারির পুজোও পা দিল ১০৪তম বছরে (Durga Puja 2024 Theme)।
আরও পড়ুন: ไDurga puja: পুজোর মন্ডপে স্বয়ং ফেলুনাথ! রিজেন্ট পার্কের থিমে এবার থাকবে সত্যজিতের ছোঁয়া
‘হীরে মানিক জ্বলে’!
ꦺটালা বারোয়ারির এবারের থিম ‘হীরে মানিক জ্বলে’! নামটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনার নামের সঙ্গে মিলে যায়। তবে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, এখানে হীরে বলতে বোঝানো হয়েছে, মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায়কে। সেই ‘হীরে’র মানিকরাই ছড়িয়ে থাকবে এবারের পুজো মণ্ডপে (Hirak Rajar Deshe)।
অশিক্ষার নিধনই মূলমন্ত্র
🌜উদ্যোক্তাদের কথায়, অশিক্ষার নিধনই এবারের পুজোর মূলমন্ত্র। সারা দেশ জুড়ে যেভাবে মানুষ শোষিত হয়ে চলেছে, তার মূল কারণ অশিক্ষা। আর সেই অশিক্ষা দূর করতেই প্রয়োজন একজন উদয়ন পণ্ডিতের। টালা বারোয়ারির সমগ্র মণ্ডপসজ্জা ও মূলভাবনা মনে করাবে আমাদের অনেকের প্রিয় সেই উদয়ন পণ্ডিতের কথাও!