প্রতিদিন অসংখ্য মানুষ দাঁতে ব্যথার সমস্যায় ভোগেন। এই ব্যথা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। খাওয়া তো দূরের কথা কথা বলার ক্ষেত্রে൩ও খুবই সমস্যা হয়। সব♍ কিছুতেই বিরক্তি লেগে যায়। এই ব্যথা কমানোর জন্য অনেকেই ওষুধ খান। কিন্তু তাতে ব্যথা কিছুক্ষণের জন্য কম থাকে। তার পরে আবার যে-কে-সেই।
এই ব্যথার কারণ কী?
অনেকের দাঁতে গর্ত হয়ে যায়। তাতেই ব্যথা হয়। এছ💧াড়াও দাঁতে ব্যাকটিরিয়ার সংক্রমণ, ক্যালসিয়ামের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে মুক্তি পাবেন এই ব্যথা থেকে?
এই ব্যথা থেকে মুক্তি পেতে অনেকে অনেক রকমের উপায় খুজে বার করেন। বহ🀅ু ঘরোয়া উপাদানেই এই ব্যথার নিরাময় সম্ভব। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
লবঙ্গ:ল꧅বঙ্গের মধ্যে রয়েছে ব্যথা কমা༒নোর মতো বিশেষ কিছু উপাদান। তাই লবঙ্গ দাঁতের যন্ত্রণার জন্য খুব উপকারি। লবঙ্গ ওই ব্যথার জায়াগায় দিলে ব্যথা অনেকটা কমে যায়।
পেয়ারাপাতা:দাঁতের যন্ত্রণা কমাতে পেয়ারা পাতা হতে পারে অন্যতম হাতিয়ার। এক্ষেত🤡্রে পেয়ারাপাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এছাড়া ব্যথা কমাতেও এই পাতা অতন্ত কার্যকরি। তাই দাঁতে ব্যথা অনুভব করলে অব্যশই পেয়ারা পাতা মুখে রাখুন।
কাঁচা রসুন: রসুনকে🦂 ছোটো করে কেটে ব্যথা দাঁতের জায়গাতে রাখলে সমস্যা অনেকটা কমে যায়। যে কোনও ব্যথার ক্ষেত্রেই রসুন খুবই উপকারি।
লবণ:দাঁতে ব্য🦄থার জন্য অতন্ত উপকারি হল লবণ। মুখের ইনফেকশন দূর করতেও কাজে লাগে। উষ্ণ গরম জলে লবন মিশিয়ে কুলকুচি করতে ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। দিনে ৩-৪ বার এইভাবে কুলকুচি করতে পারেন।
আলু:দাঁতের ব্যথা কমাতে আলুও খুবই কার্যকর। সবার ঘরেই আলু থাকে। সেই আলু টুকরো করে কেটে নিন। সেই ছোট্টটুকরো দাঁতের ব্যথার জায়গায় ෴রাখুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে। ব্য💫থাও কমে যাবে।
কিন্তু এই সব কিছুর পরও অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই দরকার।