আর কয়েক ঘণ্টা পরেই ইদ উল আদা ꦰপালিত হবে। এই উৎসবকে উৎসর্গের উৎসবও বলা হয়ে থাকে। ইব্রাহিমের জন্য এদিন ইসলাম ধর্মের অনেকেই কুরবানি দিয়ে থাকেন। ইসলামিক ক্🦩যালেন্ডারের দুটো প্রধান ইদের মধ্যে এটা অন্যতম। আরেকটি হল ইদ উল ফিতর যেটা রামদান মাসের শেষে পালিত হয়। এবারের ইদ উল আদা হয় ১৬ জুন নইলে ১৭ জুন পালিত হবে চাঁদ কখন কেমন দেখা যাচ্ছে সেই অনুযায়ী।
আরও পড়ুন: সোনু নিগমের গানে পাহাড়ি সুর মিশিয়ে তাক লাগালেন আরিয়ান! সারেগামাপায🌌় টক্কর দিতে পারবেন দিবাকরকে?
কী এই ইদ উল আদা?
আগেই বলা হল ইদ উল আদা হল উৎসর্গের উৎসব। ঈশ্বরের নির্দেশ মতো যে ইব্রাহিম তাঁꦰর ছেলে ইসমাই♓লকে পর্যন্ত উৎসর্গ করতে গিয়েছিলেন সেটার কথা মনে রেখেই এই দিনটি পালিত হয়।
ইসলাম ধর্ম অনুযায়ী ই🍷ব্রাহিম যখন তাঁর ছেলেকে উৎসর্গ করতে যান তখন আল্লাহ এসে তাঁকে বাঁধা দেন এবং ছে💦লের বদলে উৎসর্গ করার জন্য তাঁর হাতে একটি ছাগল ধরিয়ে দেন। এটাকেই বিশ্বাসের সঙ্গে কুরবানি বলে মনে করা হয়ে থাকে।
ইদ উল আদা ধু আল হিজ্জাহর দশম দিনে শুরু হয়। এটাই ইসলামিক ক্যালেন্ডারের শেষ এবং ১২ তম মাস। ৩ দিন ধরে চলে এই উৎসব। এই সময় মুসলিমরা না💦মাজ পড়েন, কুরবানি দেন পশুদের এবং আত্মীয়, বন্ধুদের মধ্যে সেই মাংস বিলি করেন।
১৫ ভাষায় ইদ উল আদার শুভেচ্ছা জানাবেন কী করে?
আপনার য꧒দি আরবি, কোরিয়ান, ফারসি ইত্যাদি ভাষার বন্ধু বান্ধব থাকে তাহলে ত🔯াঁদের চমকে এবার তাঁদের ভাষাতেই শুভেচ্ছা জানান। কী সেই ১৫ ভাষার শুভেচ্ছা?
আরবিক: عيد مبارك
কোরিয়ান: 이드 무바라크
উর্দু: عید مبارک
পার্সি: عید مبارک
জাপানিজ: イード ムバラク
বাংলা: ইদ মুবারক
ফার্সি: Joyeux Eid
স্প্যানিশ: Feliz Eid
জার্মান: Forhes Eid
চাইনিজ: 开斋节快乐
রাশিয়ান: С праздником Рамазан ХайиT
হিন্দি: ईद मुबारक
মালায়লাম: ഈദ് മുബാറക്
পঞ্জাবি: ਈਦ ਮੁਬਾਰਕ