পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Eid-ul-Fitr 2022 Moon Sighting: চাঁদের অপেক্ষায় ভারত, বাংলাদেশ, কবে হবে ইদ?
শনিবার সৌদি আরবে দেখা মিলল না ‘শাওয়াল'-র চাঁদের। তার ফলে আগামী ২ মে (সোমবার) সৌদি আরবে পালিত হবে খুশির ইদ। সোমবার সৌদিতে ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক, ফ্রান্স, কুয়েত এবং ইরাকে ইদ পালিত হবে। তবে ভারত, বা💃ংলাদেশ এবং পাকিস্তানে ইদ কবে পালিত হবে, তা এখনও স্পষ্ট নয়। চাঁদ দেখার উপর নির্ভর করছে, কবে তিন দেশে ইদ হবে।
ইদের চাঁদ দেখার আপডেট (Eid-ul-Fitr 2022 Moon Sighting Update):
- সংযুক্ত আরব আমিরশাহির চাঁদ দেখা কমিটির তরফে জানানো হয়েছে, শনিবার সেই দেশে চাঁদ দেখা যায়নি। ফলে আগামিকাল সেখানে ইদ পালিত হবে না। ২ মে ইদ পালিত হবে।
- Eid Ul Fitr 2022 Date: আজ দেখা গেল না ‘শাওয়াল'-র চাঁদ, কবে হবে ইদ? ঘোষণা সৌদি আরবের - আরও পড়ুন
- আজ চাঁদ দেখা গেল না সৌদি আরবে। আগামী ২ মে পালিত হবে ইদ।
- ফেডারেশন অফ ইসলামিক অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের তরফে জানানো হয়েছে, সোমবার চাঁদ দেখতে শুরু করবে ওশেনিয়া মহাদেশের ছোটো দেশ।
- কানাডায় কবে হবে ইদ? কানাডার অ্যাসোসিয়েশন অফ মুসলিমসের তরফে জানানো হয়েছে, চলতি বছর ২ মে ইদ পালন করা হবে বলে অনুমান করা হচ্ছে। 'শাওয়াল'-র চাঁদের উপর নির্ভর করছে যে কবে ইদ পালিত হবে।
- Kolkata Metro timings on Eid 2022: ইদের দিন কখন থেকে চলবে মেট্রো? রাতে কতক্ষণ ঘুরতে পারবেন? দেখে নিন সূচি এখানে
- Eid 2022 Moon Sighting: সৌদি আরবে কি চাঁদ দেখা গেল? কবে হবে ইদ? – আরও পড়ুন এখানে
- Shawwal Crescent Moon Sighting 2022: বিশেষজ্ঞদের মতে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে রবিবার চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মঙ্গলবার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ইদ পালিত হতে পারে।
- দক্ষিণ আফ্রিকায় আগামিকাল চাঁদ দেখার প্রস্তুতি চলছে। আগামিকাল চাঁদ দেখা গেলে পরদিন (২ মে) ইদ হবে।
- সাধারণত চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরব, ভারতের একাংশ, ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপের কয়েকটি দেশে। একদিন পরে ভারতের বাকি অংশ, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখা যায়।
- ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সেন্টার: অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশে ২ মে পালিত হবে ইদ। শনিবার কোথাও 'শাওয়াল'-র চাঁদ দেখা যাবে না। যে দেশগুলিতে গত ২ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল, সেগুলিতে ২ মে ইদ হবে। সেক্ষেত্রে সৌদি আরবেও ২ মে'তে ইদ হওয়ার সম্ভাবনা আছে।
- Eid-ul-Fitr 2022: কেন প্রতি বছর বদলে যায় ইদ-উল-ফিতরের ইংরেজি তারিখ? কোন হিসাব মেনে এটি হয় – আরও পড়ুন এখানে
- পাকিস্তানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামিকাল (রবিবার, ১ মে) ইদের চাঁদ দেখতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ ৩ মে'তে 'শাওয়াল' মাসের সূচনা হতে পারে। সঙ্গে পালিত হবে ইদ।
- Eid Mubarak 2022: খুশির ইদে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাবেন প্রিয়জনকে? জেনে নিন এখান থেকে – এখানেই পড়ুন ক্লিক করে
- এবার ইদে খুশির খাবার, বিরিয়ানি–কাবাব দিয়ে বিশেষ থালি পঞ্চায়েত দফতরের - আরও পড়ুন।
- আগামী ২ মে হবে ইদ। জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল। একটি বিবৃতিতে কাউন্সিলের তরফে জানানো হয়েছে, বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামিকাল (রবিবার, ১ মে) হবে পবিত্র রমজান মাসের (Ramadan 2022) শেষদিন। পরদিন তথা ২ মে পালিত হবে ইদ।
- অস্ট্রেলিয়ায় আগামী সোমবার (২ মে) ইদ পালিত হবে। ঘোষণা করে দিল
- এখানে পড়ুন >>>> Ramzan Eid 2022 Date: ইদ উল-ফিতর কবে পালিত হচ্ছে, উৎসবের মরশুম শুরুর অপেক্ষায় দ🃏েশ
- ইতিমধ্যে 'শাওয়াল' মাসের সূচনার দিন ঘোষণা করে দিয়েছে সিঙ্গাপুর। সেখানে আগামী সোমবার (২ মে) ইদ পালন করা হবে।
- হিজরি সনের দশম মাসের ('শাওয়াল') প্রথম দিন খুশির ইদ (Eid-ul-Fitr 2022) পালিত হয়। চলতি বছর ৩ মে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে ইদ পালিত হওয়ার কথা আছে। সৌদি আরবে যেদিন ইদ পালিত হয়, তার একদিন পরেই খুশির ইদ উদযাপন করে থাকে ভারত,
- এখনও চলছে পবিত্র রমজান মাস। তারইমধ্যে চাঁদ দেখার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। চাঁদ দেখা যাওয়ার পরদিন থেকেই শুরু হয়'শাওয়াল' মাস।'শাওয়াল' কথার অর্থ হল'উপবাস ভঙ্গের উৎসব'।