ঢাকে কাঠি পড়েই গিয়েছে। আর বাঙালি এখন আনন্দে মাতোয়ারা। রোজ নিয়ম করে বেরোতেই হবে। না কোনও ঠাকুর বা প্যান্ডেল মিস করলে চলবে না। মিস করা মানেই আবার এক বছরের অপেক্ষা! রাত জেগে ঠাকুর দেখে আবার দিনের বেলা বেরিয়ে পরা। এই ৪ দিন শরীর, মন সবই আলাদারকম সঙ্গ দেয়। ছেলেরা নিজেদের সঙ্গে করে কিন্তু খুব বেশি জিনিস বহন করতে কোনওদিনই খুব পছন্দ করেন না, তা সে যতই প্রয়োজন হোক না কেন? আর অপরদিকে কথায় বলে মেয়েরা নাকি গোটা সংসার ব্যাগে নিয়ে ঘোরে। সারাদিন বা সারারাত ঠাকুর দেখতে হলে কিন্তু কিছু জিনিস ব্যাগে রাখত🀅েই হবে। কী সেই জিনিসগুলি? একবার ঝালিয়ে নেবেন নাকি?
আরও পড়ুন: (উত্সব শুরু! সাজগোজের পাশাপাশি ত্বকের যত্ন কিন🌜্তু নিতেই হবে, 🐻মিস করবেন না যেগুলি)
আরও পড়ুন: (পুজোর গন্ধে ভরে উঠুক খুদের ঘরও, সাজি🍬য়ে ফেলুন এভাবে)
বড় হ্যান্ডব্যাগ: দীর্ঘ ღসময়ের জন্য ঘুরলে সর্বপ্রথম যেটা লাগে সেটা হল বড় হ্যান্ডব্যাগ। প্রয়োজনের সব জিনিস অনায়াসেই এতে ঢ﷽ুকে যায়
ছোট আয়না: সুন্দর করে সেজেগুজে বেরিয়﷽ে তারপর সেই সাজ নষ্ট হয়ে গেল কিনা তা বারবার দেখার জন্য হাতের কাছে রাখতেই হবে ছোট একটা আয়না
ছোট পারফিউম: সব পারফিউম যে অনেকক্ষণ তার গন্ধ ধরে রাখতে পারবে তার মাꦦনে নেই। তাই সঙ্গে করে নিয়🌌ে নিন একটা মিনি পারফিউম
ওয়েট টিসু: ঘুরে ঘুরে ঠাকুর দেখা মানেই🌺 ঘাম হবেই। এই ওয়েট ট🐼িসু আপনার সেই সময়ে কাজে আসবেই
আরও পড়ুন: (পুজোর ৪দিন শাড়িই পꦿছন🙈্দের? কোনদিন কোন লুক বেছে নেবেন? দেখে নিন)
চিরুনি: যতই খোলা চুলে স্টাইল করে বেরোন না কেন?♈ চুﷺল এলোমেলো হবেই। আর তাই ব্যাগে চিরুনি লাগবেই লাগবে।
স্যানিটাইজার: করোনার পর থেকে এটি ব্যাগে রাখা কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা♍ সবাই জানি।
ফার্স্ট এড: কোনও দুর্ঘটনা এড়াতে ব্যাগে রাখুন ব্যান্ড এইড, বোরোলী♏ন, পেইন কিলার, প্ౠযারাসিটামল।
মেকআপ ব্যাগ: এক🐷টা ছোট মেকআপ ব্যাগে কাজল, লিপস্টিক, লিপবাম, মাস্কারা, কম্প্যাক্ট, ব্লাশ এগুলি রাখুন।
টাকার ব্যাগ: অ🍒ল্প কিছু টাকা এবং প্রয়োজনীয় কার্ড রাখুন এই ব্যাগে।
বাড়ির চাবি: ঘরের চাবি তো নিয়ে রাখতেই হবে যত্ন করে।
জল: ছোট জলের বোতল রাখুন সঙ্গে
পাওয়ার ব্যাঙ্ক: ফোনের জন্য় একটা পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখা ভালো