Hair Growth Tips: হাঁটু পর্যন্ত লম্বা চুল চান? এই সহজ ঘরোয়া টোটকাগুলি মেনে চলুন Updated: 13 Apr 2022, 11:21 AM IST Suman Roy Share অনেকেই লম্বা চুল পছন্দ করেন। কিন্তু চুল বাড়াতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন। সেগুলি এড়িয়ে যাবেন কী করে? 1/6লম্বা চুল অনেকেই ভালোবাসেন। কিন্তু লম্বা চুল রাখার অনেক ঝামেলা। চুল পড়ে যায়। জট পাকিয়ে যায়। তাই শেষ পর্যন্ত লম্বা চুল রাখতে পারেন না অনেকেই। কিন্তু লম্বা চুল রাখা মোটেই খুব কঠিন কাজ নয়। দেখা নেওয়া যাক, কী করে লম্বা চুল রাখবেন। 2/6রোজ মাসাজ: লম্বা চুল রাখতে হলে, রোজ চুলের গোড়ায় মাসাজ করা দরকার। তাতে রক্ত চলাচল বাড়ে। গোড়া মোজবুত হয়। চুল বড় হলেও, পড়ার আশঙ্কা কমে। 3/6পেঁয়াজের রস: এই রস চুলের বৃদ্ধির জন্য খুব ভালো। যাঁরা লম্বা চুল রাখতে চান, তাঁরা যদি নিয়মিত চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগান, তাহলে উপকার পাবেন। আধ ঘণ্টা লাগিয়ে রাখার পরে শ্যাম্প করে চুল ধুয়ে নিন। 4/6ডিম: রোজ একটি করে ডিমের হলুদ এবং সাদা অংশ ভালো করে মিশিয়ে মাথায় মাখুন। তাতে চুলের গোড়ায় পুষ্টি হবে। এর ফলে লম্বা ঘন চুল পাওয়াও সহজ হবে। 5/6কারি পাতার তেল: কারি পাতার রস এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রন চুলের গোড়ায় লাগান। অল্প মাসাজ করুন। এতেও চুলের পুষ্টি হবে। তুল দ্রুত বাড়বে। 6/6আমলকি: সপ্তাহে অন্তত এক দিন চুলের গোড়ার আমলকির রস লাগান। কিন্তু তার পাশাপাশি নিয়মিত আমলকি খেলেও উপকার পাবেন। দ্রুত বাড়বে চুল। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি