বর্ষায় রোগের প্রকোপের পাশাপাশি সবথেকে যেটি বেশি অস্বস্তিকর, সেটি হল চুলে খুশকি বা চুল পড়ে যাওয়া🐲র সমস্যা। এই সমস্যাগুলি থাকা সত্ত্বেও কীভাবে বলিউড সেলিব্রেটিরা নিজেদের চুলের যত্ন নেন? কীভাবে তাঁদের চুল বর্ষাকালেও হয়ে থাকে সিল্কি? দেখে নিন তাদের জবানবন্দি।
অনুষ্কা শর্মা: বর্ষাকালে ভঙ্গুর চুলের সমস্যা প্রায়শই দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা অনুষ্কা একটি ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করেন। এই হেয়ার মাস্ক তৈরি করার জন্য অনুষ্কা দুটি পাকা কলা, এক কাপ নারকেল দুধ একসাথে মিশিয়ে ১৫ থেকে ২৫ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখেন। সপ্তাহে তিন দিন এই মাস্ক লা✨গান অনুষ্কা। আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন এই হেয়ার মাস্ক।
(আরও পড়ুন: আলুতে ꦏফুটল তুলির টান, প্রাণ সঞ্চার হল প্রভু জগ🍌ন্নাথের! অবাক কাণ্ড ঘটালেন গ্রহবধূ)
করিনা কাপুর খান: বর্ষায় সব থেকে বেশি চুলের যে সমস্যায় ভুগতে হয় সেটি হল খুশকি। নিয়মিত খুশকি রোধক শ্যাম্পু ব্যবহার করলেও এই সমস্যা চিরতরে মিটে যায় না। খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য করিনা তাই একটি অনন্য তেল তৈরি করেন বাড়িতেই। এই তেলটি তৈরি করার জন্য এক কাপ গরম জলে এক টেবিল চামচ বাদাম তেল, তিন টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হয়। 🌊হালকা গরম করে এই তেলটি প্রতিদিন মাথায় লাগিয়ে মেসেজ করার পর ২ ঘন্টা রেখে দিতে হয়। তারপর কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেললেই খুশকি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়।
দীপিকা পাডুকোন: বর্ষায় চুল রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা সবথেকে বেশি বেড়ে যায়। চুলের রুক্ষতা দূর করার জন্য দীপিকা একটি তেল ব্যবহার করেন যা তিনি বাড়িতেই বানিয়ে ফেলেন। এই তেল তৈরি করার জন্য লাগে মেথি, অলিভ বীজ, হিবিস্কাস বীজ এবং নারকেল তেল। সমস্ত উপকরণ গুলি একসঙ্গে মিশিয়ে সারারাত রেখে দিতে হয়। সকালে তেলটি দিয়ে ম𓄧াথা ম্যাসাজ করে কয়েক ঘন্টা রেখে দিলেই চুল হয়ে উঠবে শাইনিং।
(আরও পড়ুন: সম্পর্ক বাঁচাতে কি এই ৫টি কাজ করেন আপনি? তাহলে এখনই হয়ে যান সাবধ♌ান)
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস: মাথায় চুলকানির সমস্যা বর্ষাকালে অনেকেরই দেখা যায়। এই একই সমস্যায় ভুগতেন প্রিয়াঙ্কাও। মাথার শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়াঙ্কা বাড়িতেই একটি হেয়ার মাস্ক ব্যবহার করেন। এটি তৈরি করার জন্য লাগে ডিমের সাদা অংশ, হাফ কাপ দই এবং এক চাℱমচ মধু। সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিতে হয়। সবশেষে গরম জল দিয়ে চুল ভালো করে ধুয়ে নিলেই স্ক্যাল্পের চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
তামান্না ভাটিয়া: ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না বেশ কয়েক বছর ধরে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশেষ তামান্না বাড়িতেই একটি তেল তৈরি করেন, যা মাখার পর তিনি এই সমস্যা থেকে মুক্তি পান। তেলটি তৈরি করার জন্য লাগে পেঁꦛয়াজের রস এবং নারকেল তেল। একটি পাত্রে পেঁয়াজের রস এবং নারকেল তেল মিশিয়ে সারারাত রেখে দেওয়ার পরে সকালে মাথায় লাগিয়ে দিতে হবে। ৩০ মিনিট রাখার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু দিয়ে। এটি ব্যবহার করলে চিরতরে চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি।