আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ফের প্রথম দশে জায়গা করে নিল ভারত। ভারতের তরফে এবা🐟রের অলিম্পিয়াডে ছয় প্রতিযোগী অংশ নেয়। জাপানের চিবায় ২ থেকে ১৩ জুলাই আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড। সেখানেই দুটি স্বর্ণ পদক, দুটি রৌপ্য পদক ও দুটি ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারতের ছয় প্রতিযোগী। সব মিলিয়ে ১১৮টি দেশের প্রতিযোগীরা এই অলিম্পিয়াডে অংশ নেয়। তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়েই নবম স্থান অর্জন করল ভারত।
আরও পড়ুন: বন্যার বিপদে ভারতের বিশাল সংখ্যক মানুষ! ভয়ঙ্কর কথা জান𝕴াল সমীক্ষা
আরও পড়ুন: চোখ মারারও ইতিহাস আছে! প্রথম কে চোখ মেরে ‘ইঙ্গিত𓃲’ করেন? জানলে মজা পাবেন
ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় কোঅর্ডিনেটর পৃথ্বীজিৎ দে সংবাদ মাধ্যমকে জানান, এই নিয়ে চতুর্থবার প্রথম দশে জায়গা করে নিল ভারত। এর আগে ১৯৯৮ ও ২০০১ সালে সপ্তম স্থান অধিকার করেছিল ভারত। ২০০২ সালে নবম স্থান অর্জনের পর চলতি বছরে অবার সেই স্থা😼নেই জিতে নিল ছয় প্রতিযোগী। এর পাশপাশি দুটি স্বর্ণ পদক আনার ব্যাপারেও ভারত এবার চতুর্থ। ১৯৯৮ সালে তিনটি সোনার পদক, ২০০১ ও ২০১২ সালে সালে দুটি স্বর্ণ পদক জয় করেছিল ভারতের প্রতিযোগীরা। চলতি বছরেও দুটি স্বর্ণ পদক জিতে নিল ভারত।
এই দ𒉰িন স্বর্ণ পদক জয়ীদের নামও প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডের সাইটে। সেই তালিকায় স্বর্ণ পদক জয়ী হয়েছে বেঙ্গালুরুর অতুল শতবর্ত নাদিগ। মোট ৪২ নম্বরের প্রতিযোগিতায় ৩৭ পেয়েছে সে। নয়া দিল্লির অর্জুন গুপ্ত একই নম্বর পেয়ে জিতে নিয়েছে স্বর্ণ পদক। রৌপ্য পদক জয়ীদের তালিকায় রয়েছে অসম গুয়াহাটির আনন্দ ভাদুড়ি। ৪২ নম্বরের মধ্যে ২৯ পেয়েছে সে। অন্যদিকে মহারাষ্ট্রের পুণের সিদ্ধার্থ চোপাড়াও একই নম্বর পেয়ে জিতে নিয়েছে রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক জয়ীদের তালিকায় রয়েছে মহারাষ্ট্রের পুণের আদিত্য মা❀ঙ্গুডি ভেঙ্কট গনেশ। ৪২ এর মধ্যে ২২ নম্বর পেয়েছে সে। অন্যদিকে আরেক ব্রোঞ্জ পদক জয়ী অর্চিত মানস ৪২ এর মধ্যে ২০ নম্বর পেয়েছে।