বয়স চল্লিশ পেরোলে তবেই ডায়াবিটিস হবে, এমন দিন আর নেই। ডায়াবিটিসের সমস্যা এখন যে𝓀কোনও বয়সেই দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্বে কমবয়সিদের মধ্যে ডায়াবিটিস হুহু করে বাড়ছে। একইসঙ্গে এই রোগ ডেকে আনছে আরও কঠিন সব রোগ। এর মধ্যে একটি হল পুরুষদের যৌন সমস্যা। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, ডায়াবিটিসের ফলে পুরুষদের যৌনক্ষমতা অনেকটাই কমে যায়। এমনকি বিভিন্ন যৌনরোগও দেখা দিতে থাকে।
প্রতি বছর বিশ্ব ꦅপুরুষ দিবস পালিত হয় ১৯ নভেম্বর। এই দিনটি পুরুষদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর দিন। একইসঙ্গে তাদের বিভিন্ন পুরুষালি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও দিনটি পালন করা হয়। তাই এই প্রতিবেদনেও𒅌 থাকছে পুরুষের যৌনরোগ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত।
ডায়াবিটিস হল ইনসুলিনের সমস্যা। এই রোগে শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না। অথবা তৈরি করলেও ব্যবহার করতে পারে না। আর ইন💃সুলিনের অভাবে রক্তে শর্করা বেড়ে যেতে থাকে। শর্করার মাত্রা বাড়তে থাকলে স্নায়ু, চোখ, কিডনি ও লিভারের সমস্যা হতে পারে।
প্রজননবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ স্নেহা সাথে জানাচ্ছেন, পুরুষদের বিভিন্ন যৌনরোগ মূলত স্😼নায়ুর ক্ষতির ফলে হয়। আর স্নায়ুর ক্ষতির পিছনে থাকে ডায়াবিটিস।
১. ইরেক্টাইল ডিসফাংশন: য🐎ৌনাঙ্গ কঠিন না হওয়ার রোগকে বলা হয় ইরেক্টাইল ডিসফাংশন। মিলনের সময় যৌনাঙ্গের স্পঞ্জের মতো অংশে রক্ত চলাচল বাড়লে এটি শক্ত হয়। এই রোগে রক্ত চলাচল ঠিকভাবে হয় না। পাশাপাশি যৌনাঙ্গের স্নায়ুর ক্ষতি হলেও এমনটা হতে পারে🌠।
২. রেট্রোগ্ৰেড ইজ্যাকুলেশন: মিলনের সময় বীর্য সাধারণত বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই সমস্যায় বীর্য বাইরে না এসে মূত্রথলির মধ্যে চলে যায়। এর থেকে জটিল শারীরিক সমস্যা দেখা দেয় তেমনটা নয়। তবে, সন্তানধারণের সময় কৃত্রিম পদ্ধত𝓰ির সাহায্য নিতে হতে পারে।
৩. হাইপোগোনাডিজম: এই সমস্যায় যৌনমিলনের ইচ্ছে কমে যায়।
৪. ডিলেইড ইজ্যাকুলেশন: এই রোগট💃ি মূলত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে দেখা যায়। এক্ষেত্রে বীর্য নিঃসরণ অনেক দেরিতে হয়। প্রায়ই বীর্য নি🎉ঃসরণের জন্য অনেক পরিশ্রম করতে হয়।
৫. লো স্পার্ম কোয়ালিটি: অনেকের ক্ষেত্রেই ডায়াবিটিস আর অতিরিক্ত ও෴জন একসঙ্গে দেখা যায়। অতিরিক্ত ওজন বীর্যে শুক্রাণুর সংখ্🌊যা কমে যাওয়ার অন্যতম কারণ।
৬. স্পার্ম ডিএনএ ভেঙে যাওয়া: শর্করা বেড়ে যাওয়ার ফ🌠লে অতিরিক্ত স্ট্রেস তৈরি হয়। এর ফলে শুক্রাণুর ডিএনএ ডিম্বাণুকে নিষিক্ত করার আগেই ভেঙে যায়।