বাংলা নিউজ > টুকিটাকি > Laxmi Puja Wishes: মা লক্ষ্মীর কৃপায় ঘুচে যাক অনটন, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান পরিজনদের
Kojagori Laxmi Puja 2024 Wishes: মা লক্ষ্মী আমাদের সংসারের শ্রী, সুখ ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তাঁর আশীর্বাদেই আমরা পরিচিত হই সুখের সঙ্গে, এগিয়ে চলি দুঃখের সঙ্গে লড়াই করে। জীবনে বাধাবিপত্তি আসবেই। আসেও। কিন্তু নানাবিধ সমস্যার থেকে উত্তরণের পথ দেখ🎃িয়ে দেন দেবী লক্ষ্মী। তাঁর আশীষে জীবনের বিঘ্ন কেটে যায়। ধনসম্পদে পূর্ণ হয়ে ওঠে সংসার। স্বচ্ছলতা বয়ে আনে দেবীর আগমন। তাই কোজাগরী পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানান আপনার আত্মী🌠য়, পরিজনদেরও। তাদের জীবনেও বেজে উঠুক মায়ের অভয়বাণী।
কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার শুভেচ্ছাবার্তা
- মা লক্ষ্মী চঞ্চলা হলেও তাঁর আশীর্বাদেই আমাদের সকল দুঃখ ঘুচে যায়। তাই কোজাগরী পূর্ণিমার দিন তাঁর কৃপা যেন তোমাদের সকলের জীবনে বর্ষিত হয়। এই কামনা করি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।
- লক্ষ্মী পুজোর দিন মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। যার যা দুঃখ রয়েছে, তা ঘুচে যাক একে একে। কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই তোমাকে ও তোমার পরিবারকে।
- মা লক্ষ্মী তোমার সংসারে পদার্পণ করুক। তাঁর কৃপায় ধন, ঐশ্বর্যের মালিক হয়ে ওঠো তোমরা। এই কামনা করি। শুভ কোজাগরী লক্ষ্মীপুজো।
- কোজাগরী পূর্ণিমায় যেমন চাঁদের আলোয় পৃথিবী ভেসে যায়, তেমনই মায়ের আশীর্বাদে ভরে উঠুক তোমাদের সংসার, এই কামনা করি আজ। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই।
- কোজাগরী লক্ষ্মীপুজো মানেই দুঃখ ঘুচে যাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। এই ক্ষণে মা যেন আলোর মতো এসে সব আঁধার ঘুচিয়ে দেন। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই।
আরও পড়ুন - Laxmi Puja Wishes: মা লক্ষ্মীর আশীষে ঘুচে যা💞ক দুঃখ, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রিয়জনদের