ছোটবেলার স্কুলে পুরোদস্তুর চকের ব্যবহার দেখেছেন। কিন্তু 🔯তখন কে জানত যে এই চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা ছাড়াও আরও অনেক কিছু করা যায়! এই চক যে বাড়ির হাজারও সমস্যার সমাধান করতে পারে, সেটাই বা ক’জন জানেন!
চক দিয়ে 🤡কোন কোন কাজ করতে পারেন? এক ঝলকে দেখে꧅ নেওয়া যাক।
আলমারিতে রাখুন (Keep Closets Fresh):
আলমারিতে জামাকাপড় দীর্ঘ দিন রেখে দিলে ভ্যাপসা গন্ধ হয়ে যেতে পারে। এর কারণ বাতাসের জলীয়বাষ্প। কিন্তু কয়েকটা চক যদি আলমারির ভিতরে রেখে দেꦑন, তাহলে এই সমস্যা আর হবে না। 🔯জামাকাপড় একদম দুর্গন্ধ মুক্ত থাকবে।
তেলচিটে দাগ মুছুন (Remove Grease Stains):
বাসন বা জামাকাপড়ের কোথা💯ও তেলচিটে দাগ পড়েছে? সহজেই চক এই🍬 সমস্যার সমাধান করতে পারে। দাগের উপর চকের গুঁড়ো দিন। তার পরে ধুয়ে ফেলুন। দাগ অনেকটাই উঠে যাবে।
রুপোর বাসন কালো হবে না (Prevent Silver From Tarnishing):
রুপোর বাসন ব্যবহার না করলে কালো হয়ে যায়। যেখানে রুপোর বাসন রাখছেন, সেই বাক্সে কয়েকটা চক রেখে দিন। বাসন কালো ꧋হ💟বে না।
জং ধরা আটকান (Keep Your Tools Rust-Free):
বাড়ির বিভিন্ন যন্ত্রপা♛তিতে জং ধরে যাচ্ছে? সেই যন্ত্রের বাক্সেও দু’-তিনটে চক রেখে দিন। ওগুলোতে আর জং ধরবে না।
পিপড়ের হাত থেকে বাঁচুন (Stop Ants In Their Tracks):
বাড়ির কোথাও🌠 খুব পিপড়ে হচ্ছে? ওরা লাইন দিয়ে চলে। লাইনের মাঝখানে চকের দাগ কেটে দিন। ওদের উৎপাত বন্ধ হয়ে যাবে।
চাবির ময়লা পরিষ্কার করুন (Fix Sticky Keys And Locks):
তালার ভিতরে তেলচিটে ময়লা কারণে অনেক সময়ে চাবি ঠিক করে কাজ করে না। চাবির খাঁ♛জগুলোয় চকের গুঁড়ো মাখিয়ে নিন। সꦆেই গুঁড়ো তালার ভিতরের ময়লা পরিষ্কার করে দেবে।