দেশের প্রাণীজগৎকে নিয়ে পোর্টাল খুলেছে ভারত। এই প্রথম, কোনও দেশ, এমন কিছু করেছে। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবসে এক অন্য নজির। এদিকে, জেডএসআইয়ের তাল🎃িকায় কেরলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলা। ভারতে, নতুন প্রজাতির ৬৪১টি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই দ্বিতীয় বৃহত্তম সংখ্যক প্রাণী রয়েছে বাংলাতেই, তাই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তৃতীয় তামিলনাড়ু, চতুর্থ কর্ণাটক এবং পঞ্চম অরুণাচল প্রদেশ।
এদিন, কলকাতার, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, জ্যুলজিক্যাল সার্ভে অফ🌌 ইন্ডিয়ার ১০৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এইꦕ বিশেষ দিনে আরও একটি মহৎ কাজ করেছে কর্তৃপক্ষ। এদিন প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি দ্বিতীয় অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটেরও আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাত ধরে এদিন উদ্বোধন হয়েছে অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে, ভারতের ফনা অফ ইন্ডিয়া পোর্টালের পাশাপাশি, ‘ফ্লোরা অফ ইন্ডিয়া সিরিজ’, ‘ক্যাটালগ অফ হোবারফ্লাইস’, ‘ক্যাটালগ অফ মুস্যিড’ সহ বিভিন্ন উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: (Gingersnap Day: জিনজারস্ন্যাপ ক𝓀ুকিজ ডে কী? কেন এই কুকির জন্য✅ রাখা হয়েছে আলাদা একটি দিন)
বাংলায় ক'টি প্রাণীর সন্ধান মিলেছে
অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটের এই অনুষ্ঠানে, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, বাংলায় পাওয়া গিয়েছে মোট ৪৯টি নতুন প্রাণীর সন্ধান। এদিন সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, ৭৪টি নতুন প্রজাতির প্রাণী রয়েছে কেরলে। তাঁর কথায়, প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতির প্রতি মনোযোগ দিন। অচিরেই জীবজগৎকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। সব ধ্বংস হয়ে🥂♍ যাবে৷ শেষমেশ, সমগ্র প্রাণীকূল, পশু, পাখি, উদ্ভিদ, মাছ সব নিঃশেষ হয়ে গেলে, শুধু একা মানুষ বেঁচে থেকে করবেটা কি। এর দরুণ, যে কতটা ভয়ঙ্কর সময় আসতে পারে, তা কল্পনা করাই যায় না।
জুলজিক্যাল 🃏সার্ভে অব ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নাম পেয়েছে, তিনটি নতুন প্রজাতি।
- এক ধরণের পোকার নাম হয়েছে ডলফিলোডেস ধৃতিয়ে।
- এক ধরণের মাকড়সা নাম দেওয়া হয়েছে ফিনতেলা ধৃতিয়ে।
- এক ধরণের পোকার নাম হয়েছে তালানিমা ধৃতিয়ে।
প্রাণিজগতে মোড়া পোর্টালটিতে কী কী উল্লেখ রয়েছে
সূত্রের খবর, জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা নতুন স্তন্যপায়ী প্রজাতির সন্ধান পেয়েছেন লাদাখে। আর নতুন সরীসৃপ প্রজাতির প্রাণীর খোঁজ মিলেছে, পড়শী রাজ্য ওড়িশায়ও। বিভিন্ন প্রজাতির তথ্য দিয়ে এই পোর্টাল তৈরি করা হয়েছে। ১২১টি চেকলিস্টেꦏ মোট ১০৪,৫৬১টি প্রজাতির উল্লেখ রেখেছে পোর্টালটি৷ পোর্টালে, দেশের প্রতিটি প্🌼রজাতির নাম, তাদের ছবি দেওয়া রয়েছে। এমনকি এই প্রজাতির প্রাণীর দেখা কোথায় গেলে পাওয়া যাবে, সে বিষয়েও তথ্য দেওয়া রয়েছে।