Optical Illusion Test: অপটিকাল ইলিউশন কখনও কখনও চোখের ধাঁধা কখনও আবার মস্তিষ্কের ধাঁধাও বটে। আজকের অপটিকাল ইলিউশন তেমনই। কিছু অপটিকাল ইলিউশনে ছোট্ট কোনও জিনিস খুঁজে বার করা⛄র চ্যালেঞ্জ দেওয়া হয়। তবে এই চোখের ধাঁধায় তেমন কিছু নেই। এখানে বলতে হবে কুকুরের লেজ কোন দড়ির সঙ্গে বাঁধা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কুকুর কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে আছে। এই অবস্থায় তার লেজ একটি দড়ির সঙ্গে বাঁধা রয়েছে। কিন্তু কোন দড়ি, তা দেখা যﷺাচ্ছে না। এদিকে ওই কাঠের পটাতনের নিচে রয়েছে চারটি দড়ি। একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে কোন দড়ির সঙ্গে বাঁধা রয়েছে কুকুরটির লেজ।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে তাকিয়েই প্রথমে মুখ দেখলেন? তাহলে এই ৫ গুণ রয�🍸�়েছে আপনার মধ্যে
ব্রেনের জন্য কতটা উপকারী অপটিকাল ইলিউশন?
গবেষকরা জানাচ্ছেন, চোখের♐ পাশাপাশি ব্রেনের পর্যবেক্ষণ ক্ষমতা ও কোনও কিছু যাচাই করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। একদিকে এটি যেমন যুক্তিবোধ আরও স্পষ্ট করে। তেমনই অন্যদিকে কোনও কিছু খুঁটিয়ে দেখার মতো চোখ তৈরি করে দেয় এটি। সোশাল মিডিয়ার যুগে ব্রেনের কগনিটিভ ক্ষমতা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপটিকাল ইলিউশন এই কগনিটিভ ক্ষমতা ফিরিয়ে আনে।
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।
আরও পড়ুন - Optical Illusion: প্রথমবার তাকিয়েই ফুল দেখলেন ন🅰া মুখ? ছবিই জানান দেবে আপনি হাসিখুশি না রাশভারী
দেখা যাক উত্তর
উ⛎পরের ছবিটিতে আসল দড়িটি হল দ্বিতীয় দড়ি। কಞারণ ওই দড়িটিই সরাসরি কুকুরের লেজ পর্যন্ত আসছে। অন্য দড়িগুলির কোনওটাই কিন্তু সরাসরি পৌঁছাচ্ছে না কুকুরের লেজ অবধি।