অনেকেরই ভাত-রুটির সঙ্গে একটু পেঁয়াজ না হলে জমে না। কিন্তু মুখে ♊পেঁয়াজের দুর্গন্ধের ভয়ে খান না।𝔍 অন্য ব্যক্তির সামনে বিব্রত হওয়ার ভয়ে ত্যাগ স্বীকার করতে হয়।
কিন্তু চাইলে পেঁয়াজ খেয়েও মুখে দুর্গ♑ন্ধ এড়াতে পারবেন। কীভাবে? রইল সহজ উপায়।
আরও পড়ুন : রাজ্যে পরীক্ষা হওয়া নমুনার ৭০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত, জানাল কেন্দ্রীয় সংস্থা
তাজা ফল ও সবজি-
অনেক൲ গবেষণায় দেখা গেছে যে তাজা ফল এবং সবজি মুখে সালফারের গন্ধকে অনেকাংশে কমাতে সাহায্য করে। ফলে শুধু পেঁয়াজ নয়। সঙ্গে শসা, গাজর, কচি পালং পাতা, টমেটো স্যালাদ হিসাবে খান।
চিউয়িং গাম :
কোনও ভাল মানের চিউয়িং গাম খেতে পারেন খাওয়ার পরে। একসঙ্গে ২টি খান। এতে অনেকটাই দুর্গন্ধ 𓄧কমবে। তবে বেশি চিনি আছে এমন গাম এড়িয়ে চলুন।
আরও পড়ুন : ‘কেন্দ্রের গাইডলাইনই তো জানেন না গভর্নর’, মোদীর সামনে ধনখড়কে তোপ মমতার
খাওয়ার পরে ভাল করে মুখ ধুয়ে নিন :
ꦬখাওয়ার পর ভাল করে মুখ কুলকুচি করুন। মুখে, দাঁতের ফাঁকে যাতে 𝐆কোনও টুকরো না আটকে থাকে, তা নিশ্চিত করুন।