খাবার নিয়ে অনেকেই পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন। কিন্তু তাই বলে যা মন꧑ে আসে তাই কি পরখ করে দেখা যায়? সম্প্রতি এক খাবার দেখে এমনটাই প্রশ্ন তুলে দিলেন নেটিজেনরা। এর আগে ম্যাগি নিয়ে অনেকরকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। কিন্তু ইদানীং একটি বিশেষ রেসিপি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা গিয়েছে, মিষ্টি মিষ্টি ম্যাগি তৈরি করছেন রাঁধুনি। কী দিয়ে তৈরি করছেন দেখলে আরও চমকে উঠতে হয়। ম্যাগিকে এই রেসিপিতে সঙ্গ দিয়েছে পেস্ট্রি!
ম্যাগি নিয়ে এ কী খেল!
খাবার নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে অনেকসময় কিছু বিশেষ খাবারকেই বেছে নেন অনেকে। সেই খাবার দিয়েই নানারকমের ফ্লেভারের পদ তৈরি করেন তাঁরা। যেমন ধরা যাক, গন্ধরাজ ‘ফিভার’। মোমো থেকে শুরু করে প্রায় সবেতেই গন্ধরাজ ব্যবহার শুরু হয়। যাতﷺে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কেউ কেউ। মোমো বা ম্যাগিও যেন তাই। হাজাররকম ফ্লেভার এই দুই খাবারের কপালেই জোটে। এবারও তেমনটাই হল। পেস্ট্রি ও ম্যাগি দিয়ে চমকে দেওয়ার মতো পদ রাঁধা হল ও🤡ই ভিডিয়োতে।
আজব রেসিপি!
ভিডিয়োটি যিনি শুট করছিলেন, তাঁর মুখেই শোনা গেল গোটা রেসিপি। বেশ রসিয়ে রসিয়ে বলতে শো𝔍না গেল তাঁকে। প্রথমে কড়াইয়ে তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে একে একে পেস্ট্রি, ম্যাগি দিয়ে রাঁধতে দেখা যায় গোটা পদটি। স্বাদ বাড়াতে গার্লিক পাউডার থেকে নানা উপকরণও দেওয়া হয় ওই পদে। শেষে পরিবেশনের আগে উপর দিয়ে সাজিয়ে দেওয়া হয় একটি পেস্ট্রি। কালো ক্রিমের পেস্ট্রি দিয়ে রান্না করায় এই পদটি দেখতে একেবারে কালো হয়ে ছিল। ভ্লগারকে ঠাট্টা করে বলতে শোনা যায়, দেখুন কী বাজে দেখতে হয়েছে এই পদটি!
(আরও পড়ুন: বিশ্বের প্রথম🎉 কৃত্রিম বুদ্ধিমত্তা আ⛄ইন! জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন)
নেটিজেনদের ট্রোলিং আর থামছে না…
মূল পোস্ট থেকেই শুরু করা যাক। পোস্টের ক্যাপশনে লেখা হয়🅠 ‘এভাবেই পৃথিবী শেষ হয়ে যাবে। শুধু ধ্বংস হবে না, বরং শেষের মুহূর্তে এমন পেস্ট্রি ম্য়াগি বানাতে দেখা যাবে সবাইকে।’ অন্য়দিকে আরেক নেটিজেন বলেন, ‘এবার বোধহয় পৃথিবী ছাড়ার সময় হয়ে এসেছে।’ ♍অন্য এক নেটিজেন অবশ্য কোনও ব্যঙ্গ না করেই বলেন ‘এই পদ মোটেই ভালো খেতে হবে না।’ তবে আরেক নেটিজেন মোটেই ছেড়ে কথা বলেননি। তিনি বলেন, ‘চকোলেট বিস্কুট দিয়ে ম্যাগি বানানো উচিত এবার।’