চোখের সামনে ꩵলোভনীয় মিষ্টি বা মিষ্টি জাতীয় পদ রয়েছে, অথচ তার দিকে লোভের দৃষ্টি পড়ে গেলেও তা হাতে তুলে নিতেই ভয় ধরে যায় ডায়াবেটিসে আক্রান্ত অনেকের। ডায়াবেটি🐬সে আক্রান্ত হলে ব্যক্তি যেকোনও কিছু খেলেই তাতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যা ফ্রুকটোজে পরিণত হয়। উল্লেখ্য, ডায়াবেটিস রোগীরা সাধারণত ফলের মিষ্টতাকেও ভয় পান। তবে নিউট্রিশিয়ানিস্ট বরুণ কল্যাণ বলছেন, এমন বেশ কিছু ফল রয়েছে, যা খাওয়া অত্যন্ত ভাল। তবে কিছু ফল এমনও রয়েছে যা থেকে দূরে থাকা প্রয়োজনীয়।
কোন কোন ফল ডায়াবেটিস রোগীদের পক্ষে ভাল?
বিশেষজ্ঞের মতে, জাম ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই🐼 ভাল। এতে বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকেন ডায়াবেটিস রোগীরা। এর হাইপোগ্লাইসেমিক প্রভাব রক্তের শর্করা ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। এমনকি জামের বীজও ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই ভাল।
এছাড়াও কোন কোন 🍸🎐ফল খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের দেখে নিন:-
-ডায়াবেটিস রোগীরা খেতে পারেন পেয়ারা। এর থেকে যে ফাইবার আসে, তা পেটকে অনেকক্ষণ ভর্তি রাখে। এতে থাকে ভিটামিন সি ও ভিটামিন এ। এই ফলের গ্লুকোজ ইনডেক্স কম হয় বলে এটি খুবই উপকারি। যৌবন ধরে রাখতে চান! ধনে পাতাকে এভাবে ব্যবহার করলে মিলবে স⛎ুফল, রয়েছে বহু গুণ
-এছাড়াও কমলালেবু ডায়াবেটিসের রোগীদের পক্ষে খুবই ভাল। এই ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভাল হয়। সানগ্লাস পরলে কি শরীরꦚে অজান্তেই এই ক্ষতিগুলি হয়ে যায়? বিশেষজ্ঞ করছেন সাবধান