পৃথিবীর বহু দেশেই বিয়ে একটি পুরুষতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই হয়ে এসেছে। বেআইনি হলেও এখনও নানা ভাবে যৌতুক নেওয়ার চল আছে বহু মানুষের মধ্যেই। এবং বলাবাহুল্য এই সব যৌতুক সর্ব ক্ষেত্রে🌊ই মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির দিকেই যায়। তার সঙ্গে মেয়ের গায়ের রং, তাঁর শিক্ষাগত যোগ্যতা, বাড়ির কাজকর্মে পারদর্শিতা— এসব নিয়ে তো চর্চা হয়েই যায়। কিন্তু এর উলটোটা? না, প্রায় কখনও দেখা যায় না। আর সে উলটো কাজটিই করে দেখালেন এক তরুণী।
ভারতেরই এক তরুণী এমনই একটি পোস্ট করেছেন। ২৯ বছরের তরুণী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি বিকম পাশ। এই মুহূর্তে কোনও চাকরি করছেন না। তিনি নিজের বিয়ের জন্য এটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে ১৪ জন পুরুষের সঙ্গে কথা বলেছেন। এবং সেখান থেকে তাঁদের তালিকা ত♓ৈরি করেছেন। তালিকাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানতে চেয়েছেন, এঁদের মধ্যে পাত্র হিসাবে কোন জন সেরা।
(আরও পড়ুন: সমু্দ🍸্রে কী ভেসে এল ওটা! চন্দ্রযানের টুকরো, ন🐬াকি কোনও জৈবঅস্ত্র? অস্ট্রেলিয়ার সৈকতে আতঙ্ক)
কী কী বিষয় রয়েছে তালিকায়? ১৪ জন পুরুষের প্রত্যেকের বয়স, কোন কোম্পানিতে কাজ করেন, তার নাম, কোথায় থাকেন এবং বছরে কত টাকা উপার্জন করেন। বাইজু, ফ্লিপকার্ট, বেসরকারি ব্যাঙ্🧸কের মতো বড় জায়গায় কর্মরত সকলে। এক জন আবার পেশায় চিকিৎসক। তাঁদের কারও রোজগার বছরে ১২ লক্ষ টাকা। কারও ক্ষেত্রে বছরে ৩৫ লক্ষ টাকা।
(আরও পড়ুন: ছি𒊎লেন ৪০ বছরে, এক হপ্তা পর বয়স হল ২০! বয়স ক🐟মানোর রাস্তা নাকি পেয়েছেন বিজ্ঞানীরা)
এই তালিকা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তরুণী বলেছেন, ꧃স্বয়ম্বর করতে কা😼কে বেছে নেওয়া উচিত। তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন, এভাবে পুরুষদের পণ্যায়িত করে উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়েছেন, তাঁদের জায়গাটা কোথায়। যুগের পর যুগ ধরে যেভাবে মেয়েদের পণ্যায়িত করা হয়েছে, এটি তার যোগ্য জবাব বলে মনে করেছেন কেউ কেউ। অনেকে আবার তরুণীর সাদামাঠা প্রশ্নের সহজ উত্তরও দিয়েছেন। তাঁরা বলেছেন, এক্ষেত্রে একটাই প্রশ্ন করা উচিত। ‘কত কামাও হে?’ সেই প্রশ্নের উত্তরে যার রোজগার সবচেয়ে বেশি হবে, তাকেই বিয়ে করা উচিত।