যুদ্ধের অঙ্গনেও বারবার ফিরে এসেছে রাখি। অনেক যুদ্ধের আগুন রীতিমতো নিভিয়ে দিয়েছে এই পবিত্র সুতো। সেই ইতিহাসই ফিরে দেখা যাক রাখি বন্ধনের দিনে। রাখির দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের প্রসঙ্গ। সে ক♊থা সবারই জানা। তবে রবীন্দ্রনাথের আগে ইতিহাসের আরেক ব্যক্তিও জড়িয়েছেন রাখির বন্ধনে। তিনি হলেন সম্রাট পুরু। ঐতিহাসিকদের একাংশের মতে, আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধের আগে তাঁকে রাখি পরানো হয়। কে পরিয়েছিলেন সেই রাখি? জানলে বেশ অবাক হতে হয়। একটা 🦋রাখিই নাকি বদলে দিয়েছিল যুদ্ধের সমীকরণ।
(আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ খুদে, বাঁচাতে এগি🍨য়ে এলেন যাত্রীꩵ চিকিৎসকদল! কী হল তার পর)
আলেকজান্ডার ও পুরুর কাহিনি: আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হবে। দিন তারিখ সব স্থির হয়ে গিয়েছে। যুদ্ধের ঠিক কিছু দিন আগে একটি চিঠি পেলেন পুরু। এসেছে সূদূর আলেকজান্ডারের দেশ থেকে। প্রেরক কে? প্রেরক নয় প্রেরিকা। আলেকজান্ডারের স্ত্রী। কী লিখেছিলেন চিঠিতে? ইতিহাসবিদদের একাংশের মত, একটি সুতো পাঠিয়েছিলেন তিনি। সেটি আদতে ছিল রাখি। পুরুর উদ্দেশ্যে তা পাঠানো হয়। সঙ্গে অনুরোধ, আলেকজান্ডারকে যেন পুরু আঘাত না করে। যুদ্ধে যাই হোক, তার গায়ে যেন আঘাত না করা হয়। ইতিহাসবিদদের একাংশের দাবি, পুরু সেই কথা রাখেন। গোটা যুদ্ধে একবারও আলেকಌজান্ডারের গায়ে আঘাত করেননি তিনি।
(আরও পড়ুন: মাথার মধ্যে বাসা বেঁধেছে পোকা! অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর কাণ্ডᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে তাজ্জব গোটা বিশ্ব)