পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Litchi Drink Recipe: বাজারে প্রচুর লিচু এসে গিয়েছে, তাহলে এবার বানিয়ে ফেলুন লিচুর শরবত
গ্রীষ্মকালের অন্যতম আকর্ষণ হল সুস্বাদু সুমিষ্ট সব ফল। এবার বাজারে উঠতে শুরু করেছে তার অন্যতম একটি— লিচু। মিষ্টি স্বাদের এই ফল নানা পুষ্টিগুণে ভ♈রপুর। এটি এমনি এমনি খাওয়া যায় বটেই, কিন্তু এটি দিয়ে নানা ধরনের খাবারও তৈরি করে খাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল লিচুর শরবত।
বোতলবন্দি লিচুর রস খেতে তো অনেকেই ভালোবাসেন। কিন্ꦏতু তাতে নানা ধরনের জিনিস মেশানো থাকে। খাঁটি লিচুর শরবত বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক এই শরবত তৈরির রেসিপি।
কী কী লাগবে:
- লিচু: ১০-১২টি
- চিনি: ১ টেবিল চামচ
- লবণ: ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচের ৪ ভাগের ৩ ভাগ
- বরফের কিউব: ৩-৪টি
- পুদিনা পাতা: ৩-৪টি
- লেবুর রস: ১ চা চামচ
- জল: ১ কাপ
কীভাবে তৈরি করবেন:
- লিচুর খোসা ও বীজ বাদ দিন।
- এর পরে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নিন।
- গ্লাসে ঢেলে ফ্রিজে রাখুন মিনিট ১৫।
- বার করে তার মধ্যে বরফের কিউব দিন।
- পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।
- এবার পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত।
এই শরবতে গরমে শরীরকে আরাম দেবে। তার সঙ্গে লিচুর🍌 প🎃ুষ্টিগুণ তো আছেই।