বিশ্বজুড়ে যেভাবে ক্যানসারের প্রবণতা বাড়ছে, তাতে আর কিছুদিন পরে এটিকে মহামারী আখ্যা দেওয়া খুব ভুল হবে না। ব্লাড ক্যানসার, ওভারিয়ান ক্যানসারের পাশাপাশি এখন ত্বꦜক, মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রবণতাও ধীরে ধীরে বাড়ছে ভারতে।
অ্যাপেলো ক্যানসার সেন্টার এবং কোকিলাবেনꦏ ধীরুভাই আম্বানি হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বেশ কয়েক বছরে ভারতে মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রবণতা বেড়েছে ব্যাপক হারে। মাথা এবং ঘাড়ের ক্যানসারের জন্য বিশেষত দায𒅌়ী স্কোয়ামাস সেল কার্সিনোমা।
(আরো পড়ুন:✨ খাওয়ার পরেই ভুলেও ছোঁবেন না জল! স⛦্বাস্থ্যের এই ক্ষতিগুলি হতে পারে)
মাথা এবং ঘাড়ের ক্যানসারের কারণ
ভারতীয়দের মধ্যে বেশিরভাগ মানুষ ১৫ বছর বা তার থেকে কম বয়স থেকে ধূমপানের অভ্যাসে নিজেকে জ♒ড়িয়ে ফেলে। ভারতের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ব্যক্তি ধূমপান করেন। শুধু ধূমপান নয়, গুটকার মতো ধোঁয়াবিহীন তামাকের অভ্যাসে জর্জরিত। এছাড়াও রয়েছে, মদ্যপানের অভ্যাস। যারা অ্যালকোহলের সঙ্গে ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই বিপদ আরো শতগুণ বেড়ে যায়।
মাথা এবং ঘাড়ের ক্যানসারের লক্ষণ
মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রাথম❀িক লক্ষণ গুলির মধ্যে রয়েছে মুখের ঘা, মুখ দিয়ে রক্তপাত, দাঁতের সমস্যা, গলার স্বর পাল্টে যাওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, কানে ব্যথা, খাবার গিলতে অসুবিধা, ঘাড়ে কোনও নির্দিষ্ট মাংসপিণ্ড। এই লক্ষণ গুলির মধ্যে কোনও একটি লক্ষণ যদি দীর্ঘদিন ধরে আপনাকে বিরক্ত করে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
(আরো পড়ুন:কা🌺র স্মৃতিতে পালন করা হয় জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস? জানুন এই দিন♉টির ইতিহাস)
মেয়েদের কেন হয় এই ক্যানসার
মেয়েদের তুলনায় পুরুষদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা বেশি দেখা যায়। মেয়েদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা দেখা দেয় যদি তাঁরা অতিরিক্ত পান চিবিয়ে থাকেন। পানের সঙ্গে খাওয়া সুপারি আপনার মাথা এবং ঘাড়ের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। প্রতিবছর൩ মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রায় ১০ হাজার কেস নথিভুক্ত হয়।
মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রাথমিক চিকিৎসা
মাথা অথবা ঘ👍াড়ে ক্যানসার ধরা🌄 পড়লে সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপির মাধ্যমিক চিকিৎসা করাতে হবে। তবে সবার আগে অ্যালকোহল, তামাক অথবা গুটকা জাতীয় পণ্য থেকে দূরে থাকতে হবে আপনাকে।