South Korea 4B Movement: মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর সকালে জানা গেল ডোনাল্ড ট্রাম্প দেশের ৪৭তম প্রেসিডেন্ট হবেন। ওই দিনই মার্কিন মহিলারা সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ কোরিয়ার 4B আন্দোলন নিয়ে আলোচনা শুরু করলেন। একে একে শুরু হল পথে নামা। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে ২০২২ সালের গর্ভপাত সংক্রান্ত আইনের কথা বলেছিলেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য কৃতিত্ব দেন। এই সিদ্ধান্ত মౠার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের জাতীয় অধিকার কেড়ে নিয়েছে। এখন ট্রাম্পের জয়ের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা দক্ষিণ কোরিয়ার মতো 4B আন্দোলন শুরু করেছে।
ট্রাম্পের জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নারীরা লিখেছেন, 'আমেরিকান নারী! 'দক্ষিণ কোরিয়ার 4B আন্দোলনের দ্বারা প্রভাবিত হওয়ার সময🀅় এসেছে বলে ম🍸নে হচ্ছে।' আরেক নারী লিখেছেন, 'দক্ষিণ কোরিয়ার নারীরা এটা করছেন। এখন আমাদের তাদের সাথে যোগ দেওয়ার সময় এসেছে। এখন পুরুষেরা কোন পুরস্কার পাবে না, আমাদের দেহও পাবে না।
আরও পড়ুন - 🍰জিমে না গিয়েই ঝরল ১৯ কেজি! মেদ ঝরানোর সময় ৬ ভুল এড়ানোর পরামর্শ এ🍸ই তরুণীর
4B আন্দোলন কী?
২০১৯ সালে কোরিয়ান মহিলারা এই আন্দোলন শুরু 🅘করেছিলেন। এটি চারটি শব্দ দিয়ে শ♊ুরু হয়েছিল, যেগুলি কোরিয়ান শব্দ Bi-এর উপসর্গ দিয়ে উচ্চারিত হয়। এর মানে নেই। এজন্য একে '4 NO'ও বলা হয়।
চারটি শব্দ কী?
বিহোন - বিপরীত লিঙ্গের পুরুষের সাথে বিবাহ নয়বিচিলসান - সন্তানধারণ নয়
বিয়োনা - পুরুষদের সঙ্গে ডেটিং নয়
বিসেকসু - বিপরীত লিঙ্গে෴র পুরুষদের সাথে 🀅যৌন মিলন নয়
চারটি শব্দ দেখলে বোঝা যাবে যে 4B আন্দোলনের সমর্থকরা ডেট করতে, বিয়ে করতে, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করতে বা সন্তান নিতে অস্বীকার করতেন। এই আন্দোলনের সমর্থকরা বিয়েকে নারীদের জন্য হুমকি হিসেবে দেখেন কারণ এতে তাদের দ্বিগুণ দায়িত্ব পালন করতে হয়। স্বামীর সমর্থন ছাড়াই নারীদের সংসার সামলাতে হয়। পাশাপাশি পেশাগত জীবনের দায়িত্বও থা꧑কে।
আরও পড়ুন - ব্লাড সুগার কমানো ছা༺ড়াও আরও ৫ গুণ এই চায়ের, রোজ কখন খাবেন জেনে নিন