বন্ধুদের শুধু শুভেচ্ছা বার্তা জানিয়ে নয়✨, বন্ধুদের উপহার দিয়ে তাদের জানান হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই পালিত হবে বন্ধু দিবস। তবে আপনি যদি কোনও কারনে এখনও পর্যন্ত গিফট না কিনে উঠতে পারেন, তাহলে একদম মন খারাপ করবেন না। আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি গিফটের কথা আপনাকে জানানো হবে, যেগুলি বাড়িতে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আপনি।
ব্যক্তিগত ছবির অ্যালবাম: আপনার বন্ধুর সঙ্গে কাটানো সেরা সময় গুলি ছবির মাধ্যমে তাকে উপহার দিন। বেশ কিছু ছবি একত্রিত করে সেগুলি একটি ফ্রেমের মধ্যে জুড়ে দিন༒ এবং কিছু নোꦺটস লিখুন, যা তাকে স্পেশাল ফিল করাবে।
(আরও পড়ুন: কনডোম যৌন নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু বাড়ায় ক্যানসারের আশঙ্কা! জানালেন গবেꦗষꦆকরা)
হাতে লেখা চিঠি অথবা কবিতা: আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে আপনার লেখার মাধ্যমে তাকে ভালোবাসার কথা জানাতে পারেন। হাতে লেখা কোনও চিঠি বা কবিতার মাধ্যমে আপনি নিজের ভালবাসার কথা জানান এবং স্পেশাল ফিল করা𝔉ন আপনার বন্ধুকে।
পারফিউম বা ঘড়ি: এটি বাজার চলতি জিনিস হলেও আপনি তার পছন্দমত সুগন্ধির পারফিউম কিনতে পারেন। এছাড়া তার ছবি দিয়ে বানান𝓰ো কোনও ঘড়ি গিফট করতে পারেন বন্ধু দিবসে।
প্রিয় খাবার রান্না করা: আপনি যদি রান্নাতে পটু হন তাহলে আপনি বাড়িতে তাকে নিমন্♎ত্রণ করে তার পছন্দমত খাবার রান্না করে খাওয়াতে পারেন। এছাড়া কোনও ডিনার ডেটে নিয়ে যেতেꦬ পারেন তাকে। ফুল বা মোমবাতি দিয়ে টেবিল সাজিয়ে একটা অনবদ্য রাত তাকে উপহার দিতে পারেন।
(আরও পড়ুন: কী খেয়ে 💧এত ফিট শিল্পা? ফাঁস নায়িকার প্রিয় হাই-প্রোটিন বার রেসিপি)
ত্বক পরিচর্যার জিনিস: আপনার বন্ধু যদি ত্বক পরিচর্যা করতে ভালোবাসে তাহলে তাকে বিভিন্ন রকম ত্বক পরিচর্যার জিনিস উপহার দিতে পারেন। এছাড়া কোনও বিউটি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে সোজা নিয়ে চলে যেতে পারেন বিউটি পার্লারে। একেবারে সারপ⭕্রাইজ হয়ে ꧃যাবে আপনার বন্ধু।
মুভি ডেট: বন্ধু যদ﷽ি সিনেমা প্রেমী হন তাহলে তার পছন্দের কোনও সিনেমার সিডি এনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আস্ত একটি সিনেমা হল। পপকর্ন অথবা বন্ধুর প্রিয় ডেসার্ট সঙ্গে নি꧑য়ে একসঙ্গে উপভোগ করতে পারেন বন্ধুর প্রিয় সিনেমা।