হাতের সৌন্দর্য বৃদ্ধি করে নখ। কিন্তু অনেক সময়ই দেখা যায় কারও কারও নখ বাড়তেই চায় না। কারও ক্ষেত্রে একটু কী বাড়ল না বাড়ল নখ, অমনি ভেঙে গেল না ফেটে গেল। এছাড়া নখের মধ্যে ময়লা জমে যাওয়া, ইনফেকশন হওয়ার সমস্যা তো লেগে🦂ই আছে। অনেক সময় নখ পচে গিয়ে উঠেও যায়। হাতটা তখন স্বাভাবিক ভাবেই ভালো লাগে না দেখতে। তবে আ🌼পনি যদি সুন্দর, শক্তপোক্ত নখ চান তাহলে সেটা কিন্তু আহামরি কাজ নয়। বরং ঘরোয়া উপায়ে সহজেই নখের যত্ন নিতে পারবেন। এই টিপস মেনে চললে আপনার নখ যেমন বড় হবে তেমনই সুন্দর হবে।
নখের যত্ন নেওয়ার জন্য কী কী করণীয় দেখুন:
পাতিলেবু: পাতিলেবুর রস প্রচুর পরিমাণ ভি🍨টামিন সি আছে। আপনি যদি একটা পাতিলেবু অর্ধেক বা চার টুকরো করে কে﷽টে একটুকরো নয় সেটাকে হাত এবং পায়ের নখে ভালো করে ঘষুন। তারপর ধুয়ে নিন। রোজ এটা করে দেখুন উপকার পাবেন। এতে নখের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়। একই সঙ্গে ইনফেকশনের ভয় কমে। নখ শক্ত হয়। ফলে দ্রুত ভেঙে যাবে না।
অলিভ অয়েল: অনেক সময় নখ শুকনো হয়ে যায় বলে সহজেই ভেঙে যায়। তখন হাতে পায়ের নখে অলিভ অয়েল লাগালে সেটার শুষ্কতা দূর হয়। আর নখের শুকনো ভাব দূর হলে যেটা হয় নখ আর সহজে ভাঙে না। সুন্দর হয়।ꦆ একই সঙ্গে দ্রুত নখ বাড়ে। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি নিয়ম করে অল্প অলিভ অয়েল নিয়ে নখে মালিশ করে তাহলে নখ আরও ভালো হবে।
কমলালেবু: এই ফলের রসে কোলাজেন আছে যা কিনা আমাদের নখ বাড়াতে সাহায্য করে। 𒁃এটা꧃ নখের থেকে ময়লা দূর করে। একই সঙ্গে ইনফেকশনের ভয় দূর করে। এতে অ্যান্টি অক্সিডেন্ট যা নখকে ভালো রাখে। এটা ব্যবহার করতে চাইলে একটা বাটিতে লেবুর রস নিয়ে তাতে আঙুল চুবিয়ে রাখুন কিছুক্ষণ। অন্তত ১০-১৫ মিনিট রেখে আঙুল ধুয়ে নিন। তারপর হাতে ক্রিম লাগিয়ে নিন।