একটি গবেষণায় ধরা পড়েছে যে এক ধরনের ব্লাড প্রোটিন আছে যার পরিমাণ মানবদেহে বেড়ে গেলে তা ক্যান্সার, ডায়াবিটিসের মতো রোগের কারণ হতে পারে। শরীরের সোডিয়াম ব্যালেন্স, রক্তের পরিমাণ, ব্লাড প্রেসার, ইত্যাদি মেনটেন করতে সাহায্য করে যে উদ্দীপক তার নাম হচ্ছেꦺ প্রস্টাসিন। আর এই উদ্দীপকই কিন্তু আপনার শরীরে একাধিক রোগ ডেকে আনতে পারে যদি তার পরিমাণ বেড়ে যায়।
এই প্রোটিনটি ব্লাড সুগারকে এমন ভাবে কমায় যে সেটা শরীরে টিউমারের জন্ম দেয়। এই গবেষণাপত্রটি ‘ডায়বেটোলোজিয়া’ নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই গবেষণায় ধরা পড🃏়েছে যাঁদের দেহে বেশি মাত্রায় এই প্রোটিন রয়েছে শরীরে তাঁদের ৭৬ শতাংশের ডায়াবিটিস হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা কম এবং কিডনি ঠিকঠাক কাজ করে, তাঁদের শরীরের প্রস্টাসিনের মাত্রা ডায়াবিটিস হওয়ার একটা পূর্বাভাস দেয়।
এছাড়াও দেখা গিয়েছে যে প্রস্টাসিন ক্যান্সার ঘটায় যার কারণে মৃত্যু অবধি হতে পারে। যাঁদের শ🎀রীরে প্রস্টাসিনের লেভেল বেশি থাকে তাঁদের ৪৬ শতাংশের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রস্টাসিনের পরিমাণ দেহে যত বাড়বে ততই পাল্লা দিয়ে বাড়বে ক্যান্সারের কারণে মৃত্যুর সম্ভাবনা। ধরা যাক, প্রস্টাসিনের পরিমাণ শরীরে দ্বিগুণ হল, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ১৩৯ শতাংশ বেড়ে যাবে যাঁদের ডায়াবিটিস আছে। আর যাঁদের ডায়াবিটিস নেই তাঁদের শরীরে প্রস্টাসিনের মাত্রা দ্বিগুণ হলে ২৪ শতাংশ সম্ভাবনা বাড়বে ক্যান্সার হওয়ার।
তবে দেহে প্রস্টাসিনের মাত্রা বাড়া কমার সঙ্গে হার্টের অসুখের কোনও যোগ পাওয়া যায়নি। গুন্নার ইংস্ট্রম, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিয☂়েছেন প্রস্টাসিনের মাত্রা দেখেই আমরা ডায়াবিটিস কিংবা ক্যান্সার সম্পর্কে আভাস পাব আগমীতে। তাই এই গবেষণা আগামীদিনে ডায়াবিটিস এবং ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। কিউ বাও, নানজিং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জানিয়েছেন প্রস্টাসিন হচ্ছে একটি নতুন রিস্ক ফ্যাক্টর যা শরীরে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে আভাস দেবে যে আগামীদিনে সেই মানুষটার ক্যান্সার অথবা ডায়াবিটিস হতে পারে।
এই গবেষণায় বয়স, লিঙ্গ, ধূমপান, সহ একাধিক বিষয় খেয়াল রেখেই তথ্য নেওয়া হয়েছে এবং দেখা গিয়েছে যাঁদের শরীরে প্রস্টাসিনের মাত্রা বেশি আছে তাঁদের দ্বিগ𝔍ুণ সম্ভাবনা রয়েছে ডায়াবিটিস হওয়ার।ไ সুইডেনের ৪০০০ জনের ২২ বছরের তথ্য পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যাঁদের প্রস্টাসিনের মাত্রা বেশি ছিল তাঁদের মধ্যে ৭০২ জনের ডায়াবিটিস হয়েছে এবং ৬৫১ জন ক্যান্সারে মারা গিয়েছেন। ফলে এখান থেকে এটা স্পষ্ট আগামীদিনে প্রস্টাসিনের মাত্রা ডায়াবিটিস এবং ক্যান্সার চিকিৎসায় একটা মাপকাঠি হবে, এবং সাহায্য করবে।