সম্প্রতি বার্ড ফ্লু তে মৃত্যু হল মেস্কিকোর এক ব্যক্তির। এর আগে বার্ড ফ্লুতে কোনও মানুষের মৃত্যু হয়নি। যদিও এই লোকটি ঠিক কিভাবে সংক্রমিত হয়েছিল, তা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে এই ঘটনার সামনে উঠে আসার পর মেক্সিকোর পোল্ট্রি গু💯লিতে H5N2 পরীক্ষার জন্য রিপোর্ট করা হয়েছে।
WHO তার অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, গত ২৩ মে ২০২৪, মেক্সিকো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ন্যাশনাল ফোকাল পয়েন্ট WHO কে মেক্সিকোর এক বাসিন্দার শারীরিক রিপোর্ট জমা দিয়েছিল। ওই রিপোর্ট থেকে জানা গেছে, ওই ব্যক্তি൩র শরীরে রয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা A (HSN2) ভাইরাস। সমস্ত পরীক্ষা꧟ করে জানা গেছে, ওই ব্যক্তি হলেন প্রথম মানুষ যার মধ্যে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে।
(আরো পড়ুন: 'এক চড় মেরে বিহারে পাঠিয়ে দে꧒ব'— অফিসে গিয়ে এমনই☂ কটূক্তির শিকার মহিলা!)
ওই বিবৃতি থেকে আরো জানা গেছে, ৫৯ বছর বয়সী ওই বাসিন্দার প্রথমে জ্বর, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং ডায়রিয়ার মত উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর পরিস্থিতি আরো 💖খারাপ হয় এবং ২৪ এপ্রিল ওই ব্যক্তির মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এটি স্পষ্ট হꦍয়ে যায় মেস্কিকোর ওই বাসিন্দা হলেন পৃথিবীর প্রথম এমন ব্যক্তি যার মধ্যে পাওয়া গেল বার্ড ফ্লু - এর সংক্রমণ।
জানা গেছে, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি তিন সপ্তাহ শয্যাশায়ী ছিলেন। তারপর ধীরে ধীরে গুরুতর লক🦂্ষণগুলি স্পষ্ট হয়। গবেষকদের মতে, যদি এখন থেকে বার্ড ফ্লু কে না আটকানো যায় তাহলে এটি করোনা ভাইরাসের থেকেও ১০০ গুণ বেশি ক্ষতিকারক ভাইরাস হিসেবে প্রমাণিত হবে।
(আরো পড়ুন: রোজ খান তুলসী পাতার জল, উপকার জানলে চমকে যাবেন)
গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু খামারে এই ভাইরাস সনাক্ত করা গিয়েছিল। শুধু তাই নয়, খামারে কর্মরত তিনজন ব্যক্তির মধ্যেও কিছু লক্ষণ লক্ষ্য করা গিয়েছিল তবে সেগুলিকে তখন ইগনোর করা হয় কারণ লক্ষণ গুলি খুব হালকা ছিল। তবে মেস্কিকোর এই ব্যক্তির মৃত্যুর পর থেকে বিষꩲয়টি নিয়ে ভীষণ চিন্🐟তিত চিকিৎসক মহল।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা A (HSN2) লক্ষণ গুলি হল
হালকা জ্বর
শ্বাসকষ্ট
কাশি
গলা ব্যথা