Tomato Ketchup Collection Viral:🎐 ঝাঁ চকচকে মল। তার মধ্যেই একটি যুবক হন্যে হয়ে ঘুরে চলেছেন। হাতে একটা কাঁচের জার। জারটি নিয়ে বিভিন্ন খাবারের আউটলেটে যেতে দেখা যাচ্ছে যুবকটিকে। কিছুক্ষণ পর দেখা গেল, একটি ওপেন স্পেসের টেবিলে বসে ওই জারটি ভর্তি করা হচ্ছে। ভর্তি করা হচ্ছে টমেটো সস দিয়ে। টমেটো সসগুলি আদতে বিভিন্ন রেঁস্তরা থেকে সংগ্রহ করা। কিন্তু কেন সেগুলি সংগ্রহ করে এভাবে জারে ভর্তি করা হচ্ছে, তা ঠিক বোঝা গেল না। বুঝতে পারেননি রেঁস্তরার কর্মচারীরা, বুঝতে পারেননি অনেক নেটিজেনও। তাছাড়া হঠাৎ করে সসই বা কেন? ঠিক কী হচ্ছিল তাহলে এবার খুলে বলা যাক।
আরও পড়ুন - 𒁃বাজারে হাজির AI ঠাকুমা! এবার জব্দ হবে সাইবার প্রতারকরা, কীভাবে
টমেটো কেচাপের প্রতি লোভ
🎃সম্প্রতি এক ইউটিউবারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে দেখা গিয়েছে, একটি শপিং মলের ফুড কোর্টে যেতে। সেখানে গিয়ে তিনি বিভিন্ন রেঁস্তরাতে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন টমেটো কেচাপের প্যাকেট। এই টমেটো কেচাপের প্যাকেটগুলি নিয়ে পরে ওই জারটিকে ভর্তি করা হচ্ছে একটি টেবিলে বসে।
আরও পড়ুন - 🐻দেশে রমরমিয়ে চলছে OYO-র ধান্দা! পৌষমাসে বিদেশ পাড়ির ভাবনা মালিকের
কেএফসি, ম্যাকডোনাল্ড,পিৎজা হাট…
𒊎সার্থক সচদেব নামের ওই ইউটিউবার তার সঙ্গে আড়াই লিটারের একটি জার নিয়ে গিয়েছিলেন পুণের একটি শপিং মলে। সেখানে গিয়ে কেএফসি, ম্য়াকডোনাল্ড, পিৎজা হাটে যান যুবক। কেএফসি, ম্যাকডোনাল্ড থেকে নয় নয় করে মোট ২৫টি টমেটো কেচাপের প্য়াকেট সংগ্রহ করতে দেখা যায়। এরপর একটি টেবিলে বসে সেগুলি ঢেলে ফেলেন জারের মধ্যে। এরপর তাঁকে যেতে দেখা যায়, পিৎজা হাটে। সেখানে আবার সস কোনও পাউচ প্যাক বা স্যাশেতে দেওয়া হয় না। দেওয়া হয় বড় বোতলে। ফলে তাদের সস সংগ্রহ করতে আরও সুবিধা হয়ে যায়। এভাবেই ফ্রিতে পাওয়া সসে জার ভরে নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় দুই বন্ধুকে। ভিডিয়োর শেষে তাদের এই কীর্তিকে ভাইরাল করার অনুরোধও করেন ইউটিউবার।
ভাইরাল ভিডিয়ো
💫ভিডিয়োটি সত্যিই সত্যিই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। দুই যুবকের উদ্ভট কাণ্ডকারখানা প্রচুর কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। কেউ কেউ খেতে চান ওই সস। কেউ কেউ আবার এই ঘটনার নিন্দাও করেন। ব্যবসার ক্ষতির জন্য সমালোচনা করেন দুই যুবকের।