১৪ ফেব্রুয়ারি। প্রেমের দিনꦬ। এই দিনটি বাদ পড়েনি Google꧂-এর উদ্যাপন থেকে। বারবার নানা বিশেষ দিনে Doodle বানানো হয় গুগলের তরফে। প্রেমের দিবসও তাই। ছোট্ট একটি ভিডিয়ো doodle বানানো হয়েছে গুগলের তরফে।
সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট দুটো হ্যামস্টার। তারা পরস্পরের প্রতি ভালোবাসা ব্যক্ত করছে। আর তা𒁃র সঙ্গে বাজছে মিউজিক।&nbs🌳p;
সারা পৃথিবীতেই ১৪ ফেব্রুয়ারি Valentine's Day পালিত হꩲয়। যদিও এই দিনটির সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আচে, তার পুরোটা গৌরবম❀য় বা ভালোবাসার নয়।
সন্ত ভ্যালেনটাইনের নাম থেকে এই দিনটির নামকরণ হয়েছিল। সন্ত ভ্যালেনটাইন ভালোবাসার কথা প্রচার করতেন। কিন্তু তিনি জন্মানোর অনেক আগে থেকেই ফেব্রুয়ারি ম🅰াসের এই দিনটি ইউরোপের নানা প্রান্তে উৎসব হিসাবেই উদ্যাপিত হত বলে 🎃শোনা যায়।
যেমন প্রাচীন রোমে। তখনও খ্রিস্টধর্ম রোমে পৌঁছোয়নি। তখন পেগান ধর্মে বিশ্বাসী মানুষ এই দিনটি পালন করতেন উৎসব হিস🎃াবেই। প্রথমে ছাগল এবং কুকুরদের বলি দেওয়া হত সেই উৎসবে। তারপরে সেগুলির চামড়া দিয়ে মারা হত কোনও কোনও মহি🦋লাকে। এমনও শোনা যায়।
তার পরে খ্রিস্ট ধর্মের হাত ধরে আস্তে আস্✃তে ছড়িয়ে পড়ে ভ্যালেনটাইনস ডে। যদিও সেই ভ্যালেনটাইনস ডে-র সঙ্গে বর্তমানে পালন করা প্রেমের দিবসের কোনও মিল নেই।
১৭০০ সালের আশপাশ থেকে আমꦬেরিকায় ভ্যালেনটাইনস ডে-র উদ্যাপন শুরু হয়। তখন অনেকে নানা ধরনের উপহার দিতেন অন্যদের। ১৮৪০ সালের আশপাশে এই দিনে রিবনে মোড়া উপহার দেওয়ার চল শুরু হয়েছিল আমেরিকাতেই।
তবে বর্তমান Valentine's Day-র পুরোটাই আসে ১৯১০ সালের কাছাকাছি সময় থেকে। হলমার্𒈔ক কোম্পানি তাদের কার্ড নিয়ে আসে। সেটি ক্রমশ জনপ্রিয় হয়। চেহারা প💜ায় আজকের ভ্যালেনটাইনস ডে।