বদলেছে সময়, তাই বদল এসেছে চিন্তা ভাবনাতেও। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়া মানেই অনেকের কাছেই কোথাও ঘুরতে যাওয়ার আদর্শ সময়। দূরে কোথাও না হোক মামারবাড়ি বা মাসি, পিসির বাড়ি অনেকেই এই সময়টা ছুটি কাটাতে যায়। আর যদি এই সব 🍌না হয় তবে বাড়িতে থাকে একরাশ গল্পের বইয়ের পসরা আর সঙ্গে থাকে পাড়ার বন্ধুদের সঙ্গে খেলাধুলা। কিন্তু এবার একেবারে অন্য ছবি ধরা পড়ল কলকাতার𒈔 দমদম অঞ্চলে। সেখানকার কিছু খুদের ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল।
আরও পড়ুন: গাছ, পাখি নꦡা নারীর মুখ? প্রথমে দেখলেন কোনটা? উত্তর বলে দেবে আপনি কোন কাজে বেশি দক্ষ
ভাইরাল ভিডিয়ো কী দেখা গিয়েছিল?
উত্তান বিশ🌠্বাস নামে এক নেটিজেন ভিডিয়োটি পোস্ট করেছেন। বর্তমানে ভিডিয়োটি স্যোশাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল। এই ভিডিয়োয় দেখা গিয়েছে চার খুদে মিলে শুরু করেছে একটা সরবতের স্টল। আসলে স্যোশাল মিডিয়ায় এই যুগে এখন থেকে তাঁদের ভাবনা অনেকটা পরিষ্কার। সময়ের স্রোতে গা ভাসিয়েছে তারা। ওদের সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে। তবে শুধু খেলাধুলা করে বা মজা করে এই সময়টা 📖কাটাচ্ছে না তাঁরা। বরং এই ফাঁকা সময়টায় শুরু করেছে ছোট্ট এই ব্যবসা।
আরও পড়ুন: স্ট্রবেরির মরশুম প্রায় শেষ, জেনে নিন সারাবছর ফলটি উপভোগ করার🎐 সহজ প্রণালী
দমদম মতিঝিলের কাছে গেলেই দেখা মিলবে এই দোকানের। ভিডিয়োয় দেখা গিয়েছে খুদেদের এই ছোট্ট স্টলের নাম ‘লেমনেড’। এখনও তা⛦দের স্টলের বয়স একমাসও♒ হয়নি। কিন্তু এর মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। তারা জানিয়েছে, অনেকেই তাদের কাছে এই সব রকমারি চা ও সরবতের স্বাদ নিতে আসেন।
আরও পড়ুন: ‘রং যেন মোর মর্মে লাগে’, রঙের পাশাপাশি ভক্🅠তিরসেও প্রাণবন্ত এই সা📖ত মন্দির
সকালে তাদের স্টলে নানা রকম﷽ের সরবত পাওয়া যায় আর বিকেল হলেই সরবত ও মকটেলের সঙ্গে বিভিন্ন রকমের চা বানিয়ে বিক্রি করে তারা। শুধু কি তাই, ছোটবেলার সকলেরই কম বেশি প্রিয় পেপসিও এখানে পাওয়া যায়। এই খুদেদের স্টলে বিক্রি হওয়া বিভিন্ন পানীয়ের দামও বেশ অ💫ল্পের মধ্যেই। চারজন বন্ধু মিলে এই ছোট্ট স্টলটা শুরু করেছে। তাদের মধ্যে দু'জন ক্লাস ৯-এ পড়ে। আর একজন পড়ে অষ্টম শ্রেণিতে। আর একজন তার থেকেও ছোট।